Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান কাজল তালুকদার

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান কাজল তালুকদার। ছবি : সংগৃহীত
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান কাজল তালুকদার। ছবি : সংগৃহীত
[publishpress_authors_box]

রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের ৬১ জেলা পরিষদে প্রশাসক নিয়োগের পর এবার তিন পার্বত্য জেলা পরিষদও পুনর্গঠন করেছে সরকার।

সেই ধারাবাহিকতায় সাবেক কৃষি কর্মকর্তা কাজল তালুকদারকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার পার্বত্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগমের সই করা এক প্রজ্ঞাপনে নতুন অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নাম তালিকা প্রকাশ করা হয়েছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন ১৪ সদস্য হলেন- দেব প্রসাদ দেওয়ান, প্রনতি রঞ্জন খীসা, প্রতুল চন্দ্র দেওয়ান, বরুন বিকাশ দেওয়ান, ক্যাওসিংমং, নাইউ প্রু মারমা, ড্যানিয়েন লাল মুয়ান সাং পাংখোয়া, রাঙাবি তঞ্চঙ্গ্যা, সাগরিকা রোয়াজা, দয়াল দাশ, মো. হাবীব আজম, মিনহাজ মুরশীদ, বৈশালী চাকমা ও লুৎফুন্নেসা বেগম।

নতুন চেয়ারম্যান কাজল তালুকদার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) রাঙ্গামাটি কার্যালয়ের সাবেক উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জেলা বিএনপির বর্তমান সভাপতি দীপন তালুকদারের বড় ভাই তিনি।

নতুন পরিষদে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছাড়াও শিক্ষক, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, উন্নয়ন কর্মী, বাঙালিভিত্তিক সংগঠনের নেতা স্থান পেয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, “পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উপর্যুক্তভাবে পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং এই আইনের সকল সংশোধনীর বিধান অনুযায়ী রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সকল সদস্য দায়িত্ব পালন করবেন।”

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও সেখানে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও প্রজ্ঞাপনে ২০২০ সালের ১০ ডিসেম্বর রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি অংসুই প্রু চৌধুরীকে চেয়ারম্যান করে গঠিত ১৫ সদস্যের পরিষদ বাতিল করা হয়েছে।

কাজল তালুকদার বলেন, “শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও পর্যটন খাতকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করব। বিগত সময়ে শিক্ষকসহ বিভিন্ন নিয়োগে অনিয়ম-দুর্নীতি থাকলেও এবার আর এসব হতে দেব না। দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি একদমই হবে না। এগুলা আগের এসএসসি, এইচএসসি পাস-ফেল করা চেয়ারম্যানরা করেছেন; এখন আর সে সুযোগ নেই।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত