ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আলাদা মামলায় রিমান্ডে নিয়েছে পুলিশ।
এরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদ এবং খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী।
বুধবার শুনানি শেষে ঢাকার আলাদা দুই মহানগর হাকিম আদালতের বিচারক বিভিন্ন মামলায় এদের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
এর মধ্যে কামাল আবদুল নাসের চৌধুরীরে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে দুই বছর আগে গুলিতে মকবুল নামের এক বিএনপি কর্মীর মৃত্যুর ঘটনায় করা মামলায়।
এছাড়া বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় মেজবাহ উদ্দীন আহমেদের তিন দিনের রিমান্ড এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার অভিযোগে ঢাকার আদাবর থানার মামলায় আব্দুস সালাম মুর্শেদীকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
দুপুরে কামাল আবু নাসেরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই নাজমুল হাচান। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম জাকির হোসাইন চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
একই আদালত পুলিশের করা ১০ দিনের পরিপ্রেক্ষিতে মেজবাহ উদ্দীনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
খুলনা-৪ আসনের সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদীকে ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আক্তারুজ্জামান দুদিন রিমান্ড দেন।