রাজধানী ঢাকার বনানী থানার অস্ত্র আইনের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকার মিরপুর-কাফরুল এলাকায় আওয়ামী লীগের কয়েক বারের সাবেক এই সংসদ সদস্যকে এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক হত্যাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে।
পুলিশের আবেদনে বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জিয়াদুর রহমানের আদালত তাকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে।
বনানী থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন সকালে কামাল মজুমদারকে আদালতে হাজির করা হয়। দুপুর ১২টার দিকে তাকে এজলাসে তোলা হয়। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে।
মামলায় অভিযোগ করা হয়, গত ২৫ আগস্ট এক প্রজ্ঞাপনে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তায় দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। স্থগিত করা লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে জমার নির্দেশ দেওয়া হয়।
ওই তারিখের মধ্যে অস্ত্র ও গোলাবারুদ থানায় জমা না দেওয়া হলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য করে অস্ত্র আইনে মামলা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
তবে নির্ধারিত সময়ের মধ্যে কামাল আহমেদ মজুমদার তার দুটি আগ্নেয়াস্ত্র নিজে অথবা অন্য কোনো প্রতিনিধির মাধ্যমে বনানী থানায় বা অন্য কোনও থানায় জমা দিয়েছেন কিনা- সে বিষয়ে তথ্য পাওয়া যায় নাই। এ বিষয়ে থানাকে অবহিতও করেন নাই। তার অস্ত্রের লাইসেন্স ঠিকানায় উপস্থিত হয়ে বাসায় কাউকে পাওয়া যায়নি।
এ ঘটনায় বনানী থানার এসআই মো. জানে আলম দুলাল গত ২৪ মে মামলাটি করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পর্যায়ে গত ৫ আগস্টই ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এর কিছু দিন পর গত ১৮ অক্টোবর গুলশানের বাসা থেকে কামাল মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।