Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

প্রধানমন্ত্রীর ‍উপদেষ্টার তালিকায় যোগ হলেন কামাল চৌধুরী

কামাল আবদুল নাসের চৌধুরী।
কামাল আবদুল নাসের চৌধুরী।
[publishpress_authors_box]

নতুন মন্ত্রিসভা গঠনের সঙ্গে নিজের উপদেষ্টা পরিষদও গঠন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পরিষদে পুরনোদের সঙ্গে যোগ হয়েছেন সাবেক মুখ্যসচিব কামাল আব্দুল নাসের চৌধুরী।  

বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন আসে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। এরপর নতুন উপদেষ্টা নিয়োগের প্রজ্ঞাপনও হয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে আগের মতোই রয়েছেন মসিউর রহমান, গওহর রিজভী, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান ও তারেক আহমেদ সিদ্দিক।

তারা সবাই গত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত মেয়াদেও উপদেষ্টা ছিলেন। নির্বাচনের আগে গত নভেম্বরে মসিউর, রিজভী ও তৌফিক ইলাহী পদত্যাগ করেছিলেন।

এখন তারা পুনঃনিযুক্ত হলেন, তাদের পাঁচজনের মতো এখন কামাল চৌধুরীও মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।

জনপ্রশাসনের কর্মকর্তা কামাল নাসের জ্যেষ্ঠ সচিব হয়ে ২০১৬ সালে সরকারি চাকরি থেকে অবসর নিয়েছিলেন। এরপর তিনি মুখ্য সচিব হিসেবে ‍নিয়োগ পান।

সেই চাকরি শেষের পর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন শেখ হাসিনা। তিনি ছিলেন মুজিববর্ষ বাস্তবায়ন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক।

কবি হিসেবে ‍সুপরিচিত কামাল চৌধুরী ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।

কুমিল্লার চৌদ্দগ্রামে জন্ম নেওয়া কামাল চৌধুরী পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে। ১৯৮২ সালে সরকারি চাকরিতে যোগ দেন তিনি। তার এক বছর আগেই তার প্রথম কাব্যগ্রন্থ মিছিলের সমান বয়সী প্রকাশিত হয়।

২০১০ সালে পদোন্নতি পেয়ে সচিব হন তিনি। চাকরি জীবনে তিনি তথ্য সচিব,শিক্ষা সচিব, জনপ্রশাসন সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। জনপ্রশাসন সচিবের দায়িত্ব পালনের সময় জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পান।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর তার পঞ্চম মন্ত্রিসভা গঠন করেছেন। নতুন সরকারের ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীকে নিয়ে বৃহস্পতিবার তিনি রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত