Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

ব্র্যাডম্যান-হেডলির পাশে কামিন্দু

kk9
[publishpress_authors_box]

গল টেস্টের প্রথম দিন করেছিলেন একটা বিশ্বরেকর্ড। টেস্ট অভিষেক থেকে টানা ৮ ম্যাচের প্রতিটিতে অন্তত একটি ফিফটি করেছিলেন কামিন্দু মেন্ডিস। আজ (শুক্রবার) গল টেস্টের দ্বিতীয় করলেন আরেক কীর্তি।

নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছেন কামিন্দু মেন্ডিস। টেস্টে ১৩তম ইনিংসে শ্রীলঙ্কান এই ব্যাটারের সেঞ্চুরি এখন ৫টি। দ্রুততম ৫ সেঞ্চুরিতে কামিন্দু পাশে বসেছেন স্যার ডন ব্র্যাডম্যান ও ক্যারিবিয়ান কিংবদন্তি জর্জ হেডলির। অভিষেকের পর ব্র্যাডম্যান ও হেডলি দুজনই পঞ্চম সেঞ্চুরি করেছিলেন ১৩তম ইনিংসে।

তারপরও ইনিংসের হিসেবে প্রথম পাঁচ সেঞ্চুরিতে দ্রুততম নন ব্র্যাডম্যান, হেডলি বা কামিন্দু। ওয়েস্ট ইন্ডিজের স্যার এভারটন উইকস ১০ ইনিংসেই করেছিলেন পাঁচ সেঞ্চুরি। ক্যারিয়ারের প্রথম ৫ ইনিংসে কোনো ফিফটি না করা এভারটন উইকস পরের পাঁচ ইনিংসে করেন টানা পাঁচ সেঞ্চুরি (১৯৪৮ সালে, ইংল্যান্ডের সঙ্গে একটি, ভারতের বিপক্ষে চারটি)।

 ইংল্যান্ডের হার্বার্ট সাটক্লিফ ও অস্ট্রেলিয়ার নিল হার্ভে এই কীর্তি করেছিলেন সমান ১২তম ইনিংসে। ব্র্যাডম্যান, হেডলি ও কামিন্দু রয়েছেন যৌথভাবে তিন নম্বরে।

 কামিন্দু এ বছরের মার্চে বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টের দুই ইনিংসে করেছিলেন ১০২ ও ১৬৪। ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় সেঞ্চুরির পর গত সপ্তাহে গলে নিউজিল্যান্ডের সঙ্গেই করেন চতুর্থ সেঞ্চুরি।

কিউইদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শ্রীলঙ্কা শেষ করেছিল ৩ উইকেটে ৩০৬ রানে। অ্যাঞ্জেলো ম্যাথুজ ৭৮ ও কামিন্দু মেন্ডিস অপরাজিত ছিলেন ৫১ রানে। আজ (শুক্রবার) দ্বিতীয় দিন ম্যাথুজ ফেরেন ৮৮ রানে। তবে সেঞ্চুরির পর ১৮২ রানে অপরাজিত থেকে শ্রীলঙ্কাকে রান পাহাড় গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কামিন্দু।

শ্রীলঙ্কা ইনিংস ঘোষণা করেছে ৫ উইকেটে ৬০২ রানে। কুশল মেন্ডিস অপরাজিত ছিলেন ১০৬ রানে। জবাবে নিউজিল্যান্ড দ্বিতীয় দিনের খেলা শেষ করে ২ উইকেটে ২২ রানে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত