Beta
সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
Beta
সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

‘দ্বিতীয় জীবনে’ আবারও সেঞ্চুরি কামিন্দুর

ক্যারিয়ারে চতুর্থ টেস্ট সেঞ্চুরি করলেন কামিন্দু মেন্ডিস। ছবি : এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

২০১৮ সালে শ্রীলঙ্কার জার্সিতে অভিষেক কামিন্দু মেন্ডিসের। জাতীয় দল থেকে বাদ পড়েন ২০২২ সালে। ‘দ্বিতীয় জীবন’ পান এ বছর বাংলাদেশ সফরের দলে ডাক পেয়ে। কী অসাধারণভাবেই না কাজে লাগাচ্ছেন সুযোগটা।

দলে ফেরাটা স্মরণীয় করেছিলেন বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে জোড়া সেঞ্চুরি করে। আগস্টে সেঞ্চুরি পেয়েছেন ম্যানচেস্টার টেস্টে। এবার সেঞ্চুরি করলেন দেশের মাঠ গলে। নিউজিল্যান্ডের বিপক্ষে তার সেঞ্চুরিতে গল টেস্টের প্রথম দিন শ্রীলঙ্কা শেষ করেছে ৭ উইকেটে ৩০২ রানে।

কামিন্দু মেন্ডিস ১১৪, কুশল মেন্ডিস ৫০, অ্যাঞ্জেলো ম্যাথুজ ৩৬, দিনেশ চান্ডিমাল ৩০ আর পাথুম নিশঙ্কা আউট হন ২৭ রানে। নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামা পেসার উইলিয়াম ও’রুরকি ৫৪ রানে নিয়েছেন ৩ উইকেট। গ্লেন ফিলিপস ৫২ রানে নেন ২ উইকেট।

নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামা পেসার উইলিয়াম ও’রুরকি ৫৪ রানে নিয়েছেন ৩ উইকেট।

দলীয় ৩৩ রানে দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও পাথুম নিশাঙ্কাকে প্যাভিলিয়ানে পাঠিয়েছিলেন উইলিয়াম ও’রুরকি। পঞ্চম উইকেটে অ্যাঞ্জেলো ম্যাথুজেরর সঙ্গে ৭২ রান ও ষষ্ঠ উইকেটে কুশল মেন্ডিসের সঙ্গে ১০৩ রানের জুটি গড়েন কামিন্দু।

৭ টেস্টের ক্যারিয়ারে কামিন্দু মেন্ডিস চতুর্থ সেঞ্চুরি করলেন বুধবার। ১১ ইনিংসে ৫০-এর বেশি স্কোরই করেছেন ৮টি। দিনের শেষ দিকে এজাজ প্যাটেলের বলে ড্যারিল মিচেলকে ক্যাচ দিয়ে ফিরেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত