সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান।
বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে নব নিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারকে সেনা ও নৌ বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান আগে ন্যাশনাল ডিফেন্স কলেজে (বাংলাদেশ) সিনিয়র ডিরেক্টরিং স্টাফ (আর্মি-১) ছিলেন। তার আগে তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে ৬৬ পদাতিক ডিভিশনের কমান্ড করেন। তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অস্ত্র প্রশিক্ষণে শীর্ষ ক্যাডেট হিসেবে ২১তম বিএমএ দীর্ঘ কোর্সে কমিশন লাভ করেন।