আক্ষরিক অর্থেই ডিনামো জাগরেবকে নিয়ে খেলল বায়ার্ন মিউনিখ। ম্যাচের ১৯তম মিনিট থেকে জার্মান ক্লাবে যে গোল উৎসব শুরু হলো, সেটি চলল শেষ বাঁশি বাজার আগপর্যন্ত। গুনে গুনে ৯বার ক্রোয়েট ক্লাবের জালে বল জড়াল। আর এই উৎসবে ৪ গোল করে নতুন কীর্তি গড়লেন হ্যারি কেইন।
বদলে যাওয়া চ্যাম্পিয়নস লিগ অভিযানে জাগরেবকে ৯-২ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে প্রথম দল হিসেবে ৯ গোল করার রেকর্ড গড়েছে বাভারিয়ানরা। এর আগে ১৯৯০ সালে রিয়াল মাদ্রিদ সর্বশেষ ৯ গোল করেছিল ইউরোপিয়ান প্রতিযোগিতায়, তখন চ্যাম্পিয়নস লিগের নাম ছিল ইউরোপিয়ান কাপ।
জাগরেবকে উড়িয়ে দেওয়ার পথে চারবার লক্ষ্যভেদ করেছেন কেইন। এর মধ্যে তিনটি গোলই করেছেন পেনাল্টি থেকে। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে এক ম্যাচে পেনাল্টির হ্যাটট্রিক করা প্রথম খেলোয়াড় এই ইংলিশ ফরোয়ার্ড।
এছাড়া ইউরোপিয়ান প্রতিযোগিতায় অ্যালান স্মিথের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগে চার গোল করার কীর্তি গড়লেন কেইন। ১৯৯১ সালে স্মিথ আর্সেনালের হয়ে ৪ গোল করেছিলেন অস্ট্রিয়া ভিয়েনের বিপক্ষে।
আলিয়েঞ্জ অ্যারেনায় ১৯ মিনিটে প্রথম গোল কেইনের। পেনাল্টি থেকে স্কোরশিটে নাম তোলার পর ৫৭ মিনিটে ওপেন প্লে থেকে তার দ্বিতীয় গোল। এরপর ৭৩ মিনিটে পূরণ করা হ্যাটট্রিক ও ৭৮ মিনিটে পাওয়া চতুর্থ গোলের দুটিই পেনাল্টি থেকে।
কেইনের সঙ্গে গোল উৎসবে দুইবার নাম তুলেছেন মাইকেল ওলিস। আর একবার করে জাল খুঁজে নিয়েছেন রাফায়েল গুয়েরেইরো, লিরয় সানে ও লিয়ন গোরেৎকা। অন্যদিকে জাগরেবের শোধ করা দুটি গোল করেছেন ব্রুনো পেতকোভিচ ও তাকুয়া ওগিয়ারা।
ইংলিশ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোল এখন কেইনের। ৪ গোল করার পথে ভেঙেছেন ওয়েইন রুনির রেকর্ড। সাবেক ইংলিশ ফরোয়ার্ডের চ্যাম্পিয়নস লিগ গোল ৩০টি, তাকে টপকে কেইন গোলসংখ্যা নিয়ে গেছেন ৩৩-এ।
রুনির রেকর্ড ভাঙার পর কেইন বলেছেন, “যখনই রুনিকে জড়িয়ে আপনাকে নিয়ে আলোচনা হবে, বুঝবেন আপনি দারুণ কিছু করছেন। তিনি সর্বকালের অন্যতম সেরা ইংলিশ খেলোয়াড়। এই খেলাটির অন্যতম সেরা। এটা (চ্যাম্পিয়নস লিগে ইংলিশ খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোল) দারুণ অর্জন।”