নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) ২০২৪-২৫ মৌসুমের চুক্তিতে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই ক্রিকেটার। শুধু তা-ই নয়, সাদা বলের নেতৃত্বও ছাড়তে যাচ্ছেন তিনি। বুধবার (১৯ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।
এনজেডসি জানিয়েছে, শুধুমাত্র ২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না উইলিয়ামসন। আন্তর্জাতিক ক্যারিয়ার আরও বড় করতে এবং সময়গুলো সঠিকভাবে কাজে লাগানোর লক্ষ্যে তিনি নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২০২২ সালের ডিসেম্বরে টেস্ট দলের নেতৃত্ব ছেড়েছেন উইলিয়ামসন। এবার সাদা বলেরও দায়িত্ব ছাড়তে যাচ্ছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উইলিয়ামসন বলেছেন, “দলকে সব সংস্করণে এগিয়ে নিতে ও অবদান রাখতে সবসময় আমি মুখিয়ে থাকি। তবে নিউজিল্যান্ডের এই গ্রীষ্মে বাইরের সুযোগগুলো আমি নিতে চাই। এর অর্থ হলো, নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি এবার থাকতে পারছি না।”
সঙ্গে যোগ করেছেন, “নিউজিল্যান্ডের হয়ে খেলা আমার কাছে বিশাল ব্যাপার। এখনও নিজের সেরাটা উজাড় করে দেওয়ার আকাঙ্ক্ষা আমার সবসময়। তবে ক্রিকেটের বাইরের জীবনে পরিবর্তন এসেছে। পরিবারের সঙ্গে সময় কাটানো এবং তাদের নিয়ে দেশ ও দেশের বাইরে নানা অভিজ্ঞতা অর্জন- এখন আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।”
এদিকে এনজেডসি জানিয়েছে, “জানুয়ারির উইন্ডোতে নিউজিল্যান্ডে খুব কম আন্তর্জাতিক ম্যাচ থাকায় ৩৩ বছর বয়সী উইলিয়ামসন একটি বিশেষ পরিস্থিতির সুবিধা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর বাইরে তিনি ব্ল্যাকক্যাপসের হয়ে খেলতে প্রস্তুত থাকবেন। বড়দিনের আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ৮ টেস্ট, ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে তিনি খেলবেন।”