Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

সিনেমার চেয়ে ভোট কঠিন লাগছে কঙ্গনার

kangna-180524
[publishpress_authors_box]

অভিনয় করতে গিয়ে কেউ ওজন বাড়ান তো কেউ গায়ের পেশী বানান; হোক সে অভিনেতা বা অভিনেত্রী। এদিকে রাজনীতির মাঠে নেমে ভোটের জন্য একদিনে ৪৫০ কিলোমিটার পাড়ি দিলেন বলিউড নায়িকা কঙ্গনা রানাউত।

ভারতে ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে ১৮তম লোকসভা নির্বাচন। সাত দফায় ভোট নেওয়া শেষে ফল ঘোষণা হবে আগামী ৪ জুন।

এবার মান্ডি থেকে বিজেপির টিকেট পেয়েছেন হিমাচল কন্যা কঙ্গনা। আগেই বলেছিলেন, দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইবেন তিনি। আর সে কথা রাখতেই কখনও পাহাড় ডিঙ্গিয়ে কখনও ভাঙ্গা রাস্তা পেরিয়ে যেতে হচ্ছে তাকে।

আগামী ১ জুন হিমাচল প্রদেশে লোকসভার ভোট হবে। তাই খাওয়ার সময়েরও আজকাল ঠিক নেই নায়িকা থেকে রাজনীতিক বনে যাওয়া কঙ্গনার।

‘সিনেমায় অভিনয় করতে গিয়ে যত খাটুনি হয় সেসব রাজনীতির ময়দানে একেবারে নস্যি’ বলে এই কদিনেই উপলব্ধি হয়েছে তার।

টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, সপ্তাহ খানেক আগে লোকসভার নির্বাচনের আসনে মনোনয়ন জমা দিয়েছেন কঙ্গনা।

ভোটের প্রচারণার ভিডিও ইনস্টাগ্রামে দিয়ে তিনি লিখেছেন, “৬ জানুয়ারির জনসভার পর দলের নেতাকর্মীদের সঙ্গে একাধিক সভা ও শুভেচ্ছা বিনিময় হয়েছে। একদিনে ৪৫০ কিলোমিটার পাড়ি দিয়েছি। গ্রামের পাহাড় এবং কাঁচা রাস্তা পেরিয়ে যেতে হয়েছে।

”এখনও রাতের বেলাতেও ছুটতে হচ্ছে, খাওয়াদাওয়ার কোনো সময় নেই। গাড়িতে বসে অবাক হয়ে ভাবি, সিনেমা বানানোর সমস্ত ঝক্কি তো এসব পরিশ্রম-ক্লান্তির কাছে নস্যি।”   

কঙ্গনার ইনস্টাগ্রাম হ্যান্ডেলও হালনাগাদ হয়েছে; অভিনয়শিল্পী, চারবার জাতীয় পুরস্কার বিজয়ী এবং হিমাচলের কন্যার সঙ্গে যোগ করেছেন লোকসভা নির্বাচনে মান্ডিতে বিজেপির প্রার্থী।

সিনেমার প্রচার নয়; মাথায় কারুকাজ করা টুপি, সাধারণ সালোয়ার-কামিজের উপর কখনও কোটি আবার কখনও ওড়না চড়িয়ে নারী-পুরুষের সামনে কঙ্গনার ভাষণ দেওয়ার ভিডিও দেখা যাচ্ছে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।

নির্বাচনের হাওয়াতে ‘ইমার্জেন্সি’ সিনেমার মুক্তিও পিছিয়ে দিতে হয়েছে তাকে।

মানিকার্নিকা ফিল্মস প্রোডাকশন এরমধ্যে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ঘোষণা দিয়ে বলেছে, সিনেমার মুক্তির নতুন তারিখ শিগগিরই জানানো হবে।

‘ইমার্জেন্সি’ মুক্তির তারিখ এ নিয়ে কয়েক বারই পিছিয়ে গেল। এর আগে ২০২৩ সালের ২৪ নভেম্বর প্রেক্ষাগৃহে আসার কথা ছিল এই সিনেমার।

ভারতের রাজনৈতিক পটভূমি নিয়ে বানানো ‘ইমার্জেন্সি’ সিনেমায় ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাউতকে। এই সিনেমার পরিচালকও কঙ্গনা নিজেই।

এছাড়া আরও অভিনয় করেছেন অনুপম খের, মাহিমা চৌধুরী, মিলিন্দ সোমান। প্রয়াত সতীশ কৌশিকও আছেন এই সিনেমায়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত