Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

নির্বাচিত হওয়ার ২৪ ঘণ্টা পার না হতেই চড় খেলেন কঙ্গনা

kangana-ranaut-slap
[publishpress_authors_box]

লোকসভা নির্বাচনে জয়ের আনন্দ আনকোরা থাকতেই গালে চড় খাওয়ার বিরল দৃষ্টান্ত তৈরি হলো বলিউড নায়িকা কঙ্গনা রানাউতের জীবনে।

‘কৃষকদের অসম্মান’ করার অভিযোগে চন্ডিগড় বিমানবন্দরে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) একজন কনস্টেবল তাকে চড় দেন বলে অভিযোগ কঙ্গনার। ৩৭ বছর বয়সী এই নায়িকা তখন দিল্লির ফ্লাইট ধরছিলেন।  

চড় খাওয়ার ২৪ ঘণ্টারও কম সময় আগে মান্ডি থেকেই প্রথমবারের মতো শক্তিশালী কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিং-কে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন চারবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া কঙ্গনা । ভোট পান ৫ লাখ ৩৭ হাজারেরও বেশি।

২০২০-২০২১ সালে ১৫ মাসব্যাপি বিজেপির করা তিনটি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলন হয় ভারতজুড়ে। আন্দোলনের তীব্রতা হরিয়ানা, পাঞ্জাব, বাংলা ছড়িয়ে পর্যায়ক্রমে দিল্লি ঘেরাওয়ের দিকে যায়।

ওই আন্দোলনে অন্যান্য দাবির মধ্যে কৃষকরা ফসলের সর্বনিম্ন দামও ঠিক করে দেওয়ার কথা বলেছিল। তখন কেন্দ্রীয় সরকারের দায়িত্বে থাকা বিজেপি কৃষকদের আন্দোলন কঠোরভাবে দমনের উদ্যোগ নেয়। আন্দোলনে সোয়া এক বছরে ৭০০-রও বেশি কৃষকের মৃত্যু হয়।

বিমানবন্দরে কঙ্গনাকে চড় মারা সিআইএসএফ- এর কনস্টেবলের নাম কুলবিন্দর কৌর। লোকসভা নির্বাচনের আলোচিত প্রার্থী কঙ্গনার অভিযোগ, ওই নারী কনস্টেবল দাবি করেছে, দিল্লীর কৃষক আন্দোলনে তার মা-ও অংশ নিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, আধাসামরিক বাহিনী সিআইএসএফ-এর কনস্টেবল কুলবিন্দন সিং-কে তার বাহিনীর কমান্ড্যান্ট জিজ্ঞাসাবাদ করছেন।

দিল্লিতে নামার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি কঙ্কনা।

সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি ভিডিও বিবৃতিতে কঙ্কনা জানান, তিনি নিরাপদ, কিন্তু পাঞ্জাবে ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ নিয়ে উদ্বিগ্ন।

তিনি বলেন, “আমি নিরাপদে আছি। আমি পুরোপুরি ভালো আছি। ঘটনাটি ঘটেছিল নিরাপত্তা চেক-ইনে। মহিলা গার্ড আমার পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। তিনি তখন পাশ থেকে এসে আমাকে আঘাত করেন। তিনি বিস্ফোরক মন্তব্য ছুঁড়তে শুরু করেন। আমি জিজ্ঞেস করলাম- কেন সে আমাকে আঘাত করেছে? তিনি বলেন, ‘আমি কৃষকদের সমর্থন করি’। কিন্তু আমার উদ্বেগ হলো- পাঞ্জাবে কি সন্ত্রাস বাড়ছে!”

এর আগে নির্বাচনী প্রচারের সময় মান্ডি যাওয়ার পথে কৃষকরা চন্ডিগড়ে কঙ্কনার গাড়িবহরকে অবরুদ্ধ করেছিল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত