Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

নিজ বাসায় মৃত পাওয়া গেল দক্ষিণ ভারতীয় অভিনেত্রীকে

Shovita shivanna feature image 01
[publishpress_authors_box]

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সবিতা শিভান্নাকে হায়দ্রাবাদে তার নিজের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

বার্তা সংস্থা এএনআই-কে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছে, “সবিতা শিভান্নার মৃতদেহ তার অ্যাপার্টমেন্টে পাওয়া গেছে। গাচিবাওলি থানার কন্ডাপুরের নিজ অ্যাপার্টমেন্টে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে । পুলিশ এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছে।”

এদিকে অভিনেত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে পাঠানো হয়েছে। কেন তার এই পরিণতি হলো সে ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

সবিতা শিভান্না ১৯৯২ সালের ২৩ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই সবিতা শিল্পচর্চা এবং বিনোদন জগতের প্রতি আগ্রহী ছিলেন। বেঙ্গালুরুর বাল্ডউইন গার্লস হাই স্কুল থেকে পাশ করে ভর্তি হন বেঙ্গালুরুর ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজিতে ডিজাইন নিয়ে পড়াশোনা করতে।

সবিতার অভিনয় ক্যারিয়ার শুরু ২০১৫ সালে। কন্নড় সিনেমা ‘রঙ্গিতরঙ্গা’ দিয়ে তার অভিষেক। এরপর একে একে কাজ করেন ‘ইউ টার্ন’সহ বেশ কিছু কন্নড় সিনেমায়।

মৃত্যুর বেশ কিছুদিন আগেও সবিতা শিভান্না সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি শোকাহত।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত