Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

শান্তদের তিন স্তরের নিরাপত্তা দিচ্ছে ভারত

tyu
[publishpress_authors_box]

উদ্বেগটা ছিল আগে থেকেই। নাজমুল হোসেন শান্তরা বাংলাদেশে থাকতেই অখিল ভারত হিন্দু মহাসভা নামে ভারতের একটি ধর্মীয় সংগঠন হুমকি দিয়েছিল ভারত-বাংলাদেশ সিরিজ পণ্ড করার।

এরই মধ্যে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে যাওয়ার রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছে সংগঠনের সদস্যরা। গোয়ালিয়রে ৬ অক্টোবর প্রথম টি–টোয়েন্টি ম্যাচের দিন ডাকা হয়েছে বনধ।

ভারতীয় সরকার তাই গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য। কানপুরের পুলিশ কমিশনার হরিশ চন্দ্র জানিয়েছেন শান্তদের তিন স্তরের নিরাপত্তা দেওয়ার কথা।

কানপুরে সংবাদকর্মীদের হরিশ চন্দ্র বললেন, ‘‘পুলিশ বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সতর্ক। এই ম্যাচের জন্য কঠিন নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। হোটেল থেকে মাঠ পর্যন্ত দুই দলকে তিন স্তরের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অ্যান্টি–টেররিজম স্কোয়াডকে (এটিএস) দেওয়া হয়েছে। কেউ প্রতিবাদের চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে আইন অনুযায়ী ।’’

কেন্দ্রীয় ও রাজ্যের প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা জানিয়েছেন হরিশ চন্দ্র। তথ্য বিনিময় চলছে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ও কাউন্টার-ইন্টেলিজেন্স সংস্থা ইন্টেলিজেন্ট ব্যুরো ও রাজ্য গোয়েন্দা সংস্থার সঙ্গেও।

এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে, কানপুর টেস্টের প্রথম দুই দিন বজ্রপাতসহ বৃষ্টির জোরালো শঙ্কার কথা। কানপুরে বুধবার সন্ধ্যা থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির শঙ্কা আছে। শুক্রবার টেস্টের প্রথম দিন বৃষ্টির শঙ্কা ৯২ শতাংশ, আর শনিবার ৮০ শতাংশ।

তারপরও পুরো ম্যাচ হওয়া নিয়ে আশাবাদী উত্তর প্রদেশের ক্রীড়া বিভাগের কর্মকর্তা অমিত পাল, ‘‘ বৃষ্টির শঙ্কা আছে। তবে এই চ্যালেঞ্জ নেওয়ার প্রস্তুতি আমাদের আছে। এখানে নিষ্কাশনব্যবস্থা ভালো। পুরো খেলা হবে বলেই আশাবাদী আমরা।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত