সাকিব আল হাসান কানপুর টেস্টে খেলবেন তো? আঙুলের চোটের জন্য চেন্নাইয়ে নিজের সেরা বোলিংটা করতে পারেনেনি তিনি। এ নিয়ে নির্বাচক হান্নান সরকার জানিয়েছিলেন, পর্যক্ষেণের পর সিদ্ধান্ত নেওয়া হবে সাকিবের খেলা না খেলা নিয়ে।
কানপুরে আজ (বুধবার) সংবাদ সম্মেলনে বাংলাদেশি কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে জানতে চাওয়া হয়েছিল সাকিবের ইনজুরির সর্বশেষ অবস্থা নিয়ে।
জবাবে হাথুরু জানালেন, এ নিয়ে অফিশিয়ালি কেউ কিছু জানায়নি তাকে, ‘‘সাকিবের ইনজুরি নিয়ে অফিশিয়ালি কিছু জানা নেই আমার। সাকিবকে নিয়ে এই মুহূর্তে অনিশ্চয়তা নেই কোনো। ফিজিও কিংবা কারও কাছ থেকে এ নিয়ে কিছু শুনিনি আমি।’’
প্রথম ইনিংসে ৮ ওভারে ৫০ রানে উইকেটশূন্য ছিলেন সাকিব। দ্বিতীয় ইনিংসেও উইকেটশূন্য ছিলেন ১৩ ওভারে ৭৯ রান দিয়ে। টেস্ট ক্যারিয়ারে এমন অকাতরে আর রান দেননি সাকিব। তখনই উঠে আসে চোটের কথা।
এ নিয়ে কয়েক ধরনের কথা এসেছে সংবাদ মাধ্যমে। চেন্নাইয়ে তৃতীয় দিনের খেলার সময় ধারাভাষ্যে মুরালি কার্তিক বলেছিলেন, ‘‘বাঁ হাতের স্পিনিং ফিঙ্গারে একটা অস্ত্রোপচার হয়েছে সাকিবের।’’
আবার চেন্নাই টেস্ট শেষে টিম হোটেলে নির্বাচক হান্নান সরকার জানিয়েছিলেন, টেস্টের আগে ফিট থাকলেও বোলিংয়ের সময় আঙুলে ব্যথা পেয়েছেন সাকিব। পরে ব্যাটিংয়ের সময়ও ব্যথা পান হাতে।
চোট পাওয়ায় বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও তেমন কিছু করতে পারেননি সাকিব। এ নিয়ে কোনো হতাশা আছে কিনা?
জানতে চাইলে হাথুরুসিংহে জানালেন, ‘‘ওর পারফরম্যান্স নিয়ে হতাশ নই। পুরো দলের পারফরম্যান্স আরও ভালো হতে পারত। আমি নিশ্চিত সেও (সাকিব) এটা জানে। ওর সামর্থ্য সবাই জানি আমরা।’’