Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫

অনিরাপদ কানপুরের গ্যালারি, কমানো হলো টিকিট বিক্রি

ভারত-বাংলাদেশ টেস্টের ভেন্যু কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের গ্যালারির এই অংশটা ঝূকিপূর্ণ। ছবি : ইন্ডিয়ান এক্সপ্রেস
ভারত-বাংলাদেশ টেস্টের ভেন্যু কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের গ্যালারির এই অংশটা ঝূকিপূর্ণ। ছবি : ইন্ডিয়ান এক্সপ্রেস
[publishpress_authors_box]

অখিল ভারত হিন্দু মহাসভা ‘হুমকি’ দিয়েছে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট পন্ড করার। তাদের হুঁশিয়ারি, কানপুরে বাংলাদেশ খেলতে এলে বিক্ষোভ দেখানো হবে। এমনকী, ম্যাচের আয়োজন করতে না দেওয়ার হুমকিও দিয়েছে এই সংগঠন। হিন্দু মহাসভার বক্তব্য, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই হিন্দুদের উপর ‘অত্যাচার’ চলছে। 

এমন হুমকিতে আশ্বস্ত করেছে উত্তরপ্রদেশ পুলিশ। কানপুর পুলিশের এসিপি হরিশ চান্দের জানিয়েছেন, শুক্রবারের ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত স্টেডিয়াম। নিরাপত্তা নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই।

এর মাঝেই শঙ্কা দেখা দিয়েছে গ্রিন পার্কের গ্যালারির একটা অংশ নিয়ে। ব্যালকনি ‘সি’র দর্শক ধারণ ক্ষমতা ৪ হাজার ৮০০ জনের। কিন্তু উত্তর প্রদেশের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টস (পিডব্লিউডি) গ্যালারি পরিদর্শদের পর ঝূকিপূর্ণ বলেছে এটাকে। তাই টিকিট বিক্রি করা হবে কেবল ১ হাজার ৭০০টি।

পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা মঙ্গলবার ৬ ঘণ্টা পরিদর্শন করেছেন এই গ্যালারি। তাদেরই একজন ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘’৫০ জনও এই স্ট্যান্ডের জন্য ঝুঁকির।’’ তবে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিইও অঙ্কিত চ্যাটার্জি আশ্বস্ত করলেন এই বলে, ‘‘পিডব্লিউডি একটা ইস্যু সামনে এনেছে। আমাদের বলা হয়েছে ৪৮০০ টিকিটের মধ্যে ১৭০০ টি বিক্রি করতে। সেই নির্দেশনাই মানব আমরা।’’

 ৭৯ বছর আগের এই স্টেডিয়ামের নামকরণ করা হয় এক ব্রিটিশ নারী, ম্যাডাম গ্রিনের নামে। চল্লিশের দশকে তিনি সেখানে ঘোড়া চালনা শিখতেন। গ্রিন পার্ককে ডাকা হয় উলমারস টার্ফ নামেও। কারণ স্টেডিয়ামের উল্টো পাশে ম্যাকরবার্ট হাসপাতালে জন্ম হয়েছিল প্রয়াত কোচ বব উলমারের।

ভারতের দূষিত শহরগুলোর মধ্যে সপ্তম স্থানে থাকা কানপুর স্টেডিয়ামের ফ্লাডলাইট নিয়েও সমস্যা আছে। সর্বশেষ ভারত-নিউজিল্যান্ডের টেস্টে ফ্লাডলাইট রেখেছিল বড় ভূমিকা। পঞ্চম দিনের শেষ সেশনে এর আলো কাজ করছিল না সেভাবে, বারবার ফ্লাডলাইটের দিকে তাকাচ্ছিলেন ভারতীয় ফিল্ডাররা। শেষ পর্যন্ত ড্র হয় ম্যাচটা।

ইন্ডিয়ান এক্সপ্রেস এ নিয়ে লিখেছে, ‘‘বৃষ্টির শঙ্কা আছে দ্বিতীয় টেস্টে। আকাশে মেঘ থাকতে পারে। ফ্লাডলাইট তাই ভূমিকা রাখবে। তবে মনে হয় না, আগেরবারের চেয়ে কোনো উন্নতি হয়েছে।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত