Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

বুমরাকে শুরুতেই চান কপিল

kkk1
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

বিশ্বকাপটা দুর্দান্ত শুরু করেছেন জাসপ্রিত বুমরা। আয়ারল্যান্ডের পর পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ে ম্যাচ সেরার পুরস্কার এই ফাস্ট বোলারের। তবে রোহিত শর্মা তাকে ৪-৫ ওভার পরে বোলিংয়ে আনায় বিস্মিত হয়েছেন ১৯৮৩ ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।

‘এবিপি নিউজ’কে দেওয়া সাক্ষাৎকারে কপিল দেব ভারতীয় অধিনায়ক রোহিতকে পরামর্শ দিলেন বুমরাকে শুরুতে আক্রমণে নিয়ে আসার, ‘‘নতুন বল দেওয়া উচিত জাসপ্রিত বুমরাকে। ও উইকেট নিতে পারে। রোহিত ওকে পাঁচ বা ছয় ওভারে আক্রমণে নিয়ে আসছে। ততক্ষণে ম্যাচ হাতের বাইরে চলে যেতে পারে।’’

টেস্টে সময় নিয়ে বল করার ব্যাপার থাকে। তবে টি-টোয়েন্টি শেষ হয় দ্রুত। এই অল্প সময়ে সামান্য ভুলের মাশুল দিতে হয় বলে সতর্ক করলেন কপিল দেব, ‘‘এটা টেস্ট নয়, টি-টোয়েন্টি ক্রিকেট। এ ধরনের ক্রিকেটে দ্রুত উইকেট নিতে হয়। প্রতিপক্ষকে যতটা সম্ভব চাপে রাখতে হয়। ইতিবাচক ভাবে ভাবা দরকার। বুমরা বোলিং আক্রমণ শুরু করে দুই-একটা উইকেট নিতে পারলে অন্য বোলারদের কাজও অনেক সহজ হয়ে যাবে।’’

পাকিস্তানের বিপক্ষে জয়ের পর বুমরা নিজেই বলেছিলেন, লম্বা ইনজুরিতে থাকার সময় অনেকে ভেবেছিল তার ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু কঠোর পরিশ্রমে ঘুরে দাঁড়িয়েছেন তিনি।

কপিল দেবও বললেন একই কথা, ‘‘ অনেকেই হয়তো ভেবেছিলাম, বুমরা আর বেশি দিন ক্রিকেট খেলতে পারবে না। হয়তো মনে করেছিলাম, সব ধরনের ক্রিকেটের ধকল নিতে পারবে না। ওর বল করার ভঙ্গির জন্যই এমন মনে হয়েছিল। ওর ভঙ্গির জন্য কাঁধে এবং পিঠে বেশি চাপ পড়ে। বুমরা আমাদের সবাইকে ভুল প্রমাণ করেছে।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত