Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

রাওয়ালপিন্ডিতেই পাকিস্তান-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট

করাচি থেকে সরে গেছে পাকিস্তান-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট।
করাচি থেকে সরে গেছে পাকিস্তান-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট।
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

চ্যাম্পিয়নস ট্রফির জন্য সংস্কার চলছে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে। এজন্য পাকিস্তান-বাংলাদেশের এই ভেন্যুতে দ্বিতীয় টেস্টটা দর্শকশূন্য গ্যালারিতে আয়োজনের ঘোষণা দিয়েছিল পিসিবি। এমন সিদ্ধান্তে সমালোচনা হয়েছিল যথেষ্ট।

সংস্কারের জন্য দ্বিতীয় টেস্টের ভেন্যু হিসেবে অন্য কোনো স্টেডিয়ামকে কেন বাছাই করা হলো না, এমন প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন কামরান আকমলের মতো সাবেক তারকা।

এমন সমালোচনায় এবার টেস্টের ভেন্যু বদলে ফেলল পিসিবি। ৩০ আগস্ট শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা হবে রাওয়ালপিন্ডিতে। এই ভেন্যুতেই ২১ আগস্ট প্রথম টেস্ট খেলবে পাকিস্তান ও বাংলাদেশ।

 এ নিয়ে পিসিবির বিবৃতিতে, ‘‘আমাদের বিশেষজ্ঞরা জানিয়েছেন, খেলা চলার সময় নির্মাণকাজ চলবে, আর সেই শব্দ ক্রিকেটারদের সমস্যায় পাশাপাশি নির্মাণকাজের ধুলো খেলোয়াড়, অফিশিয়াল, ব্রডকাস্টার আর মিডিয়াকেও সমস্যায় ফেলবে।’’

করাচি টেস্টের জন্য যারা টিকিট কেটেছিলেন, সেই টাকা ফেরত দিয়েছে পিসিবি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত