বলিউডের চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক করণ জোহর বাংলাদেশের বিশিষ্ট শিল্পী তৈয়বা বেগম লিপির একটি শিল্পকর্ম সংগ্রহ করেছেন।
স্টেইনলেস স্টিলের তৈরি এই শিল্পকর্মটি মূলত একটি ভাস্কর্য। দিল্লীর শ্রাইন এম্পায়ার আর্ট গ্যালারির ‘আর্ট মুম্বাই’ শিরোনামের আর্ট ফেয়ারে শিল্পকর্মটি প্রদর্শিত হয়েছিল। শিল্পী এর নামকরণ করেছেন ‘আই’ এম ওল্ড স্কুল-ওয়ান’ (২০২৪)।
শিল্পচর্চার জগতে ‘আর্ট মুম্বাই’ ভারতীয় এবং বিশ্বের সমসাময়িক শিল্পচর্চার শৈলীকে তুলে ধরে।
বাংলাদেশের শিল্পচর্চার অঙ্গনে তৈয়বা বেগম লিপি একজন ইনস্টলেশন শিল্পী হিসেবে পরিচিত। শিল্পকর্মে ব্যতিক্রমী উপাদানের ব্যবহার তার কাজের অন্যতম বৈশিষ্ট্য। বৃত্ত আর্টস ট্রাস্টের একজন সহ-প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি হিসেবে তৈয়বা বেগম লিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
আর্ট ফেয়ারটি শুরু হয় গত ১৪ নভেম্বর আর শেষ হয় ১৭ নভেম্বর। তৈয়বা বেগম লিপি গত ১০ বছর যাবত গ্যালারি শ্রাইন এম্পায়ারে তার শিল্পকর্ম প্রদর্শন করে আসছেন।