Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

কর্ণফুলী গ্যাসের এমডির বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ

ss-karnafuli company-23-5-24
[publishpress_authors_box]

আদালতের নির্দেশনা অমান্য করায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবু সাকলায়েনের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার আদালত অবমাননার এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিমসহ সাত বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও গ্যাস সংযোগ না দেওয়ায় কর্ণফুলীর এমডির বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করে তৃষ্ণা সিএনজি গ্যাস স্টেশন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন মুন্সী মনিরুজ্জামান, তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সুবীর নন্দী দাস।

আদেশের বিষয়টি নিশ্চিত করে সুবীর নন্দী দাস বলেন, “৯০ দিনের মধ্যে গ্যাস সরবরাহ দিতে আপিল বিভাগের চেম্বার আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও গ্যাস সংযোগ না দেওয়ায় আমরা আদালত অবমাননার অভিযোগ দায়ের করি।

“আমাদের আবেদনের শুনানি নিয়ে কর্ণফুলী কোম্পানির এমডি মো. আবু সাকলায়েনের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা জানতে চেয়ে নোটিশ ইস্যু করেছেন আপিল বিভাগ।”

তিনি জানান, এক রিট আবেদনের শুনানি নিয়ে গত ৬ নভেম্বর ৩০ দিনের মধ্যে তৃষ্ণা সিএনজি গ্যাস স্টেশনকে গ্যাস সংযোগ দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল করলে চেম্বার আদালত গত ১৫ জানুয়ারি ৯০ দিনের সময় দিয়ে গ্যাস সংযোগের আদেশ দেয়।

সে সময় পেরিয়ে গেলেও গ্যাস সংযোগ না দেওয়ায় গত ২ মে আইনী নোটিশ পাঠানো হয়। এরপরও বিষয়টি আমলে না নেওয়ায় আদালত অবমাননার অভিযোগে আপিল বিভাগে আবেদন করে রিটকারিপক্ষ।

সেই আবেদনের শুনানি নিয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে নোটিশ জারি করে আপিল বিভাগ। আগামী ২৪ জুলাই মামলার পরবর্তী তারিখও ঠিক করে দিয়েছে আদালত।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত