Beta
সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
Beta
সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

প্রথম টেস্টের সেরা পেসারকে পাচ্ছে না শ্রীলঙ্কা

চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেছেন কাসুন রাজিথা। ছবি: টুইটার
চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেছেন কাসুন রাজিথা। ছবি: টুইটার
[publishpress_authors_box]

সিলেট টেস্টে বিধ্বংসী বোলিংয়ে বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়েছিলেন কাসুন রাজিথা। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট ‍নিয়ে শ্রীলঙ্কার বিশাল জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ফর্মের তুঙ্গে থাকা এই পেসারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না লঙ্কানরা। পিঠের চোটে ছিটকে গেছেন তিনি।

শনিবার (৩০ মার্চ) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের টেস্টে রাজিথার জায়গায় শ্রীলঙ্কা দলে এনেছে অসিথা ফার্নান্ডোকে। রাজিথা দেশে ফিরে গিয়ে পুনর্বাসনের কাজ শুরু করবেন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি), “পিঠের চোটে চট্টগ্রামের দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে না কাসুন রাজিথাকে।”

সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন রাজিথা। ম্যাচে ৮ উইকেট নেওয়া এই পেসারকে হারানো বড় ধাক্কা হয়ে এসেছে শ্রীলঙ্কা ক্যাম্পে। প্রথম টেস্ট খেলার সময়ই চোটে পড়েন রাজিথা। এরপরও ‘ম্যানেজ’ করে শেষ করেছেন সিলেট টেস্ট।

প্রথম টেস্ট মোটেও ভালো যায়নি বাংলাদেশের। ব্যাটিং ব্যর্থতায় দুই ইনিংসের একটিতেও ২০০ রান করতে পারেনি। ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের দুই ইনিংসের শতকে শ্রীলঙ্কা ম্যাচ জিতেছে ৩২৪ রানে। ফলে দুই ম্যাচের সিরিজে হার বাঁচাতে চট্টগ্রামের জিততেই হবে বাংলাদেশকে।

বাঁচা-মরার এই ম্যাচে বাংলাদেশের জন্য স্বস্তি খবর হয়ে এসেছে সাকিব আল হাসানের ফেরা। চোখের সমস্যা কাটিয়ে আবার বাংলাদেশের জার্সিতে নামার অপেক্ষায় বাঁহাতি অলরাউন্ডার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত