দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ সম্প্রতি অন্ধ্রপ্রদেশের তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তার বাবা ও প্রযোজক জি সুরেশ কুমার এবং মা অভিনেত্রী মেনকা।
মন্দির দর্শন শেষে সাংবাদিকরা প্রশ্ন করলে কীর্তি বলেন, “আমার হিন্দি প্রজেক্ট ‘বেবি জন’ শিগগিরই মুক্তি পেতে চলেছে এবং আগামী মাসে আমার বিয়ে। এ জন্যই মন্দিরে এসেছি আশীর্বাদ নিতে।”
তিনি জানান, তার বিয়ে গোয়াতে হবে।
মন্দির দর্শনের পর কীর্তি এক ভক্তদের সঙ্গে ছবি তোলেন ও তাদের দেওয়া উপহার নেন। তিনি ভক্তদের সঙ্গে আন্তরিকভাবে সাক্ষাৎ করেন এবং পরে গাড়িতে করে রওনা দেন।
কীর্তি সুরেশ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি থাটিলকে বিয়ে করতে চলেছেন। বিয়ের তারিখ নির্ধারণ হয়েছে ১১ এবং ১২ ডিসেম্বর। স্কুলজীবন থেকেই অ্যান্টনি-কীর্তির প্রেম।
সম্প্রতি কীর্তি ইনস্টাগ্রামে অ্যান্টনির সঙ্গে দীপাবলি উদযাপনের একটি ছবি শেয়ার করেছেন। পোস্ট থেকে জানা যায়, তারা ১৫ বছর ধরে সম্পর্কের মধ্যে আছেন। পোস্টে অভিনেত্রী তৃষা, নজরিয়া নাজিম, সামান্থা রুথ প্রভুসহ এবং অনেকে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।
কীর্তি সুরেশ বলিউডের ‘বেবি জন’-এ অভিনয় করেছেন, যেখানে তার বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করেছেন বরুন ধাওয়ান।
ছবিটি দক্ষিণ ভারতের জনপ্রিয় পরিচালক অ্যাটলি এবং থালাপতি বিজয়ের হিট সিনেমা ‘থেরি’- এর রিমেক। সিনেমাটির একটি গান ‘জি ভারকে ন্যায়েন মাতাক্কা’ সম্প্রতি ইউটিউবসহ বিভিন্ন সোশাল মিডিয়ায় মুক্তি পেয়েছে। ভারতের বিখ্যাত শিল্পী দিলজিৎ দোসাঞ্জের সুর ও কণ্ঠে গানটিতে কীর্তি ও বরুন ধাওয়ানকে নাচতে দেখা গেছে। ইতিমধ্যে দর্শকদের মধ্যে গানটি সাড়াও ফেলেছে।
‘বেবি জন’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ডিসেম্বরের ২৫ তারিখে।