Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

ম্যারাডোনার ক্লাবে ডি ব্রুইনা

নাপোলি সভাপতি অরেলিও দে লরেন্তিসের সঙ্গে ডি ব্রুইনা। ছবি : এক্স
নাপোলি সভাপতি অরেলিও দে লরেন্তিসের সঙ্গে ডি ব্রুইনা। ছবি : এক্স
[publishpress_authors_box]

ডিয়েগো ম্যারাডোনাকে ‘ফুটবল ঈশ্বর’ মনে করে নাপোলি ভক্তরা। এই কিংবদন্তির হাত ধরে বদলে গেছে পুরো ক্লাব। ম্যারাডোনার নামেই করা হয়েছে নাপোলি স্টেডিয়ামের নামকরণ। ম্যানচেস্টার সিটি ছেড়ে আজ সেই ক্লাবেই যোগ দিলেন কেভিন ডি ব্রুইনা।

ফ্রি এজেন্ট হিসেবে নাপোলিতে যোগ দিয়েছেন বেলজিয়ামের এই মিডফিল্ডার। ইতালিয়ান সিরি ‘এ’ চ্যাম্পিয়ন দলটির সভাপতি অরেলিও দে লরেন্তিস নিজের এক্স হ্যান্ডলে জানিয়েছেন খবরটি। ডি ব্রুইনার সঙ্গে হাত মেলানোর ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘‘স্বাগত কেভিন।’’

মুকুট পরা ডি ব্রুইনার সিংহাসনে বসার ছবি পোস্ট করে নাপোলি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাপশনে লিখেছে, ‘‘কিং কেভ এখন এখানে।’’

২০১৫ সালে জার্মান ক্লাব ভল্‌ফসবুর্গ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে ডি ব্রুইনা জিতেছেন ১৯টি বড় শিরোপা, এর অন্যতম ২০২৩ সালের চ্যাম্পিয়নস ট্রফি। তবে হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য  সর্বশেষ দুই মৌসুমের বেশির ভাগ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। তাই সিটি আর চুক্তির মেয়াদ বাড়ায়নি তার সঙ্গে।

সুযোগটা নিয়ে নাপোলি ডি ব্রুইনাকে দলে ভিড়িয়েছে দুই বছরের জন্য। চাইলে আরও এক বছর মেয়াদ বাড়ানোর কথাও আছে চুক্তিতে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত