Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

খালেদা জিয়াকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : বিএনপি

হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি
হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি
[publishpress_authors_box]

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।

বিএনপি বলছে, খালেদা জিয়া রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি ভালো আছেন। একটি কুচক্রী মহল বিশৃঙ্খলা তৈরি করতে খালেদা জিয়া মারা গেছেন বলে গুজব ছড়াচ্ছে।

বুধবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সকাল সন্ধ্যাকে বলেন, “ম্যাডাম মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে সিসিইউ সুবিধা সম্বলিত কেবিনে চিকিৎসাধীন। তিনি এখন ভালো আছেন।”

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে তার শারীরিক অবস্থার এসব তথ্য দিয়েছেন শায়রুল কবির।

কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতা ও নাশকতা মোকাবেলায় গত শুক্রবার ১৯ জুলাই রাত ১২টা থেকে কারফিউ জারি এবং সেনা মোতায়েন করা হয়। এরপর রাত ২টার দিকে গুজব ছড়িয়ে পড়ে খালেদা জিয়া মারা গেছেন।

গতকাল মঙ্গলবার ২৩ জুলাই সন্ধ্যায়ও একই ধরনের গুজব ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন এলাকায়। ফলে দলটির কর্মী-সমর্থকদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার এক প্রশ্নের জবাবে সকাল সন্ধাকে বলেন, “বেগম জিয়া আগের মতোই এভারকেয়ারে চিকিৎসাধীন আছেন। তিনি ভালো আছেন। একটি কুচক্রী মহল বিশৃঙ্খলা তৈরি করতে এ রকম গুজব ছড়াচ্ছে।”

এ ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বানও জানিয়েছেন বিএনপি মহাসচিব।

হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ৭ জুলাই ভোররাত সোয়া ৪টার দিকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতাল নেওয়া হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন থেকেই তিনি এই হাসপাতালে রয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত