Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

গভীর রাতে হাসপাতালে নেওয়া হলো খালেদা জিয়াকে

অ্যাম্বুলেন্সে করে গভীর রাতে হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। ছবি : সকাল সন্ধ্যা
অ্যাম্বুলেন্সে করে গভীর রাতে হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

গভীর রাতে হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়াকে শুক্রবার রাত ৩টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

তিনি সকাল সন্ধ্যাকে বলেন, হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রাত ৩টায় তাকে (খালেদা জিয়া) অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। এখন তিনি হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন।

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।

উন্নত চিকিৎসকার জন্য তাকে বিদেশে নিতে বেশ কয়েকবার আবেদন করেছে তার পরিবার। তবে সরকারের তরফ থেকে সে অনুমতি মেলেনি।

সরকারের নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর কয়েক দফায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন খালেদা জিয়া। ফাইল ছবি

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন খালেদা জিয়া। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় আদালত তাকে সাজা দেয়। এই দুই মামলার সাজা মাথায় নিয়ে দুই বছরের বেশি সময় কারাগারে কাটান বিএনপি চেয়ারপারসন।

২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে তাকে মুক্তি দেয়। এরপর থেকে ছয় মাস পরপর সরকার তার মুক্তির মেয়াদ বাড়াচ্ছে।

সরকারের নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর থেকে গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থান করা খালেদা জিয়া এর আগেও কয়েক দফায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত