Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

খালেদার হৃদযন্ত্রে পেসমেকার বসেছে

হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি
হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি
[publishpress_authors_box]

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলীয় নেতা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন রবিবার সন্ধ্যায় সকাল সন্ধাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “ম্যাডামের হৃদরোগের সমস্যা পূর্ব থেকেই ছিলো। সেজন্য হার্টে ব্লক ছিল, একটা স্টেনটিংও করা ছিল। সব কিছু পর্যালোচনা করে মেডিকেলে বোর্ড ম্যাডামের হার্টে পেসমেকার লাগানোর সিদ্ধান্ত নেয়।”

৭৯ বছর বয়সী খালেদা জিয়া হৃদযন্ত্রের জটিলতা ছাড়াও ডায়াবেটিস, আর্থারাইটিস, ফুসফুস, লিভার, কিডনি সংক্রান্ত বিভিন্ন রোগে ভুগছেন।

দুর্নীতির মামলায় দণ্ডিত সাবেক এই প্রধানমন্ত্রী সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়ে ঢাকার গুলশানে বাসায় ছিলেন। সেখানে অসুস্থতা বাড়লে শুক্রবার রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়।

এরমধ্যে রবিবার দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছিলেন, খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার লাগানোর প্রক্রিয়া চলছে।

পেসমেকার একটি কৃত্রিম যন্ত্র, যা দেহে স্থাপনের মাধ্যমে হৃদযন্ত্রের কার্যকারিতা ঠিক রাখা হয়।

দলীয় নেত্রীর দেহে পেসমেকার বসানোর কারণ ব্যাখ্যা করে ডা. জাহিদ সকাল সন্ধ্যাকে বলেন, তার হৃৎপিণ্ডের ডান অলিন্দের প্রাচীরের ওপর দিকে বিশেষায়িত কার্ডিয়াক পেশিগুচ্ছে স্থাপিত এই কৃত্রিম যন্ত্র বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহ ছড়িয়ে দিয়ে হৃৎস্পন্দন সৃষ্টি করবে এবং স্পন্দনের ছন্দময়তা বজায় রাখবে।

দুপুরে থেকে খালেদা জিয়ার দেহে পেসমেকার লাগানোর কাজ শুরু করেন এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা। তার আগে কয়েক দফায় তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বৈঠক করে।

হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত এই মেডিকেল বোর্ডে রয়েছেন অধ্যাপক এফ এম সিদ্দিকী, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক এ কিউ এম মহসিন।

তারা সার্বিক অবস্থা পর্যালোচনার পাশাপাশি খালেদার পুত্রবধূ লন্ডনে থাকা ডা. জোবায়েদা রহমানের মতামতও নেন বলে বিএনপি নেতাদের কাছ থেকে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত