Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

খালেদা জিয়া আবারও সিসিইউতে

হাসপাতালে খালেদা জিয়া। ফাইল ছবি
হাসপাতালে খালেদা জিয়া। ফাইল ছবি
[publishpress_authors_box]

ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও সিসিইউতে নেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, চেয়ারপারসের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শেই এই স্থানান্তর।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে শায়রুল কবির আরও বলেন, “ম্যাডাম কেবিনে ছিলেন। আজ সন্ধ্যায় সিসিইউতে নেওয়া হয়েছে।”

গত ৮ জুলাই মধ্যরাতের পর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়।

এর আগে ২ জুলাই হাসপাতালটিতে ১০ দিন চিকিৎসা নেওয়ার পর গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছিলেন তিনি। তার ছয়দিন না পেরোতেই শারীরিক জটিলতা দেখা দেওয়ায় আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

২২ জুন রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ২৩ জুন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। হাসপাতালটির সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী ডায়াবেটিস, আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত