গভীর রাতে হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।
বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, বুধবার রাত ১টা ৫ মিনিটের দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। রাত ১টা ৪০ মিনিটের দিকে তিনি হাসপাতালে পৌঁছান।
বিএনপির ভেরিফায়েড ফেইসবুক পেইজেও এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানানো হয়েছে, রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে খালেদা জিয়াকে।
এর আগে গত ৭ জুলাই রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি ভিত্তিতে পরদিন তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেবার দেড়মাস চিকিৎসা নিয়ে গত ২১ আগস্ট বাসায় ফিরেছিলেন তিনি।
৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, ফুসফুস, আর্থ্রাইটিস, হৃদরোগ, কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন।
দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে দুই বছরের বেশি সময় কারাগারে কাটানোর পর ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে তাকে মুক্তি দেয়।
এরপর থেকে ছয় মাস পরপর সরকার তার মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল সরকার। মুক্তি পাওয়ার পর থেকে গুলশানে নিজের বাসভবনেই অবস্থান করছেন খালেদা জিয়া।
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পরদিনই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতাবলে খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন।
এছাড়া আওয়ামী লীগ শাসনামলে করা মানহানির পাঁচটি মামলায়ও খালাস পান তিনি।