ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে থাকলে তার পরিণতি ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
ইরাকের বাথ পার্টির প্রধান সাদ্দাম হোসেন ১৯৭০ এর দশক থেকে ২০০৩ পর্যন্ত কঠোর হাতে দেশটি শাসন করেন। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন অভিযানে তাকে ক্ষমতা থেকে সরানো হয়।
২০০৫ সালের অক্টোবরে ইরাকের রাজধানী বাগদাদে সাদ্দাম হোসেনের বিচার শুরু হয়। বিচারে তার মৃত্যুদণ্ড হয়, যা কার্যকর করা হয় ২০০৬ সালের ৩০ ডিসেম্বর।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেছেন, “আমি ইরানি একনায়ককে সতর্ক করছি, তিনি যেন ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা ও যুদ্ধাপরাধ করা বন্ধ করেন।”
গত শুক্রবার ভোরে ইরানে হামলা চালায় ইসরায়েল। জবাবে পাল্টা হামলা চালায় ইরানও। ইরানি কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলি হামলায় দেশটির বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
খামেনিকে উদ্দেশ করে কাটজ বলেন, “ইরানের প্রতিবেশী দেশের সেই স্বৈরশাসকের পরিণতি ভালো করে মনে রাখুন, যিনি ইসরায়েলের বিরুদ্ধে একই পথ বেছে নিয়েছিলেন।”
কাটজ আরও বলেন, “আমরা আজও তেহরানে শাসন ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাব।”
এসময় তিনি তেহরানবাসীদের শহর ছেড়ে যাওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেন।
তথ্যসূত্র : বিবিসি