Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

শপথ ভঙ্গকারী বিচারপতিদের পদত্যাগের দাবি খোকনের

সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে যারা রায় বা আদেশ দিয়েছেন, তাদের শপথ ভঙ্গ হয়েছে উল্লেখ করে বেশ কয়েকজন বিচারপতিকে পদত্যাগ করার অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলণায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি করেন মাহবুব উদ্দিন খোকন। তিনি হুঁশিয়ার করে বলেন, পদত্যাগ না করলে সংশ্লিষ্ট বিচারপতিদের নাম প্রকাশ করা হবে।  

সমিতির কার্যনির্বাহী কমিটির তিন সদস্যকে নিয়ে এ সংবাদ সম্মেলন করেন খোকন। সংবাদ সম্মেলন থেকে বিচারপতিদের পাশাপাশি রাষ্ট্রের আইন কর্মকর্তাদের পরিবর্তনের দাবি জানানো হয়।

খোকন বলেন, গত কয়েক বছরে সুপ্রিম কোর্টসহ অনেক জায়গায় অনেক বিচারপতি যারা শপথ অনুযায়ী বিচার করেন নাই, তারা এখানে (সুপ্রিম কোর্টে) রাজনীতি করেছেন। রিমান্ড দিয়েছেন, সাজা দিয়েছেন। অতি উৎসাহী হয়ে শপথ ভঙ্গ করেছেন। অনেকে দুর্নীতি করেছেন।

বিএনপির কেন্দ্রীয় নেতা খোকন বলেন, “আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরীর অনেক সম্পদ গোপন ছিল। তাকে খালাস দিয়ে দিয়েছেন। পাশাপাশি একই কোর্ট বিএনপি নেতা ইকবাল হোসেন টুকু, আমান উল্লাহকে সাজা দিয়ে দিয়েছেন।

“যারা এভাবে রাজনৈতিকভাবে বিচার করে শপথ ভঙ্গ করছেন, আমি দাবি জানাচ্ছি আপনারা (বিচারপতিরা) বিচার করার অনপুযুক্ত। যারা এসব করেছেন আমি অনুরোধ করব এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করার জন্য। না হলে আমরা তাদের নাম বলে দেব। তাদের বিচারপতি থাকার কোনও অধিকার নাই।”

তিনি বলেন, “বিচারপতি হয়ে আওয়ামী লীগের মতো আচরণ করবেন- এটা হবে না। যারা করেছেন তারা দয়া করে পদত্যাগ করুন, সেটা আপিল বিভাগের বিচারপতি হোন বা হাইকোর্ট বিভাগের বিচারপতি হন।”

রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে খোকন বলেন, “অন্তবর্তী সরকারের পথ সুগম করার জন্য অধ্যাদেশের মাধ্যমে সংবিধানের ৭(ক) (খ) অনুচ্ছেদ বাতিল করেন। আমরা কেউ জরুরি অবস্থা চাই না। ছাত্র-জনতা জরুরি অবস্থা মানবে না। আমরা মঈন উ আহমেদ ও ফখরুদ্দীন আহমদের মতো সরকার চাই না।”

রাজনৈতিক বন্দিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মাহবুব উদ্দিন খোকন বলেন, “অনেকে জেলে আছেন। তাদের জামিনের কথা বলেছেন রাষ্ট্রপতি। শুধু জামিন না তাদের ফৌজদারি কার্যবিধির ৪৯৪ অনুসারে সরকারের নির্বাহী আদেশে সব রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে।

“শুধু জামিন দিলে হবে না। কারণ, পরে আবার তাদের হাজিরা দিতে হবে। সুতরাং নির্বাহী আদেশে সরকারের ক্ষমতা আছে। সব মামলা প্রত্যাহার করতে হবে। আজকালের মধ্যে।”

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

ব্যক্তিগত কারণ দেখিয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ রাষ্ট্রপতি বরাবর অব্যাহতিপত্র দিয়েছেন। মঙ্গলবার তিনি নিজেই এ কথা জানিয়েছেন।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তিনি এ অব্যাহতিপত্র দাখিল করেন।

২০২১ সালের ২৪ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি। এরপর থেকে এ দায়িত্ব পালন করে করছেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত