সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন গত বিশ্বকাপে। সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর এই ফরম্যাটে আর ভারতের জার্সিতে খেলেননি বিরাট কোহলি। ২০২২ সালের নভেম্বরের পর রবিবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিরলেন কোহলি।
কোহলির ফেরার ম্যাচে ইতিহাস গড়েছেন রোহিত শর্মা। প্রথম ক্রিকেটার হিসেবে দেশের হয়ে ১৫০ টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন ভারতীয় অধিনায়ক।
রোহিতের চেয়ে ১৬ ম্যাচ কম খেলে এই তালিকায় দুইয়ে আছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। ১৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তৃতীয় স্থানে তাঁর সতীর্থ জর্জ ডকরেল। এই আইরিশ ক্রিকেটার খেলেছেন ১২৮টি ম্যাচ।
ভারতীয়দের মধ্যে রোহিতের পরে এই তালিকায় রয়েছেন বিরাট কোহলি। রবিবার ১১৬তম টি-টোয়েন্টিতে খেলছেন তিনি। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ১২১ ম্যাচ খেলার রেকর্ড মাহমুদউল্লাহর।
গত বিশ্বকাপের পর রবিবারই রোহিত-কোহলি একসঙ্গে খেলছেন এই ফরম্যাটে। আগামী বিশ্বকাপে তাদের খেলার সম্ভাবনা জোড়ালো হল তাতে।