Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫
Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫

কুমিল্লাকে ১৬৫ রানের লক্ষ্য দিল খুলনা

এভিন লুইস ও মাহমুদুল হাসান জয়ের ৫৭ রানের জুটিতে খুলনার ইনিংসে আশার আলো দেখা যায়। বুধবার চট্টগ্রামে। ছবি : সংগৃহীত।
এভিন লুইস ও মাহমুদুল হাসান জয়ের ৫৭ রানের জুটিতে খুলনার ইনিংসে আশার আলো দেখা যায়। বুধবার চট্টগ্রামে। ছবি : সংগৃহীত।
[publishpress_authors_box]

প্লে-অফ খেলার সমীকরণ একটু একটু করে কঠিন হয়ে উঠেছে খুলনার জন্য। প্রথম ৪ ম্যাচ জয়ের পর তারা হেরেছে টানা ৪টি। কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে টস জিতে খুলনার অধিনায়ক এনামুল হক বিজয় তাই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন।

আগে ব্যাট করে এভিন লুইস, মাহমুদুল হাসান জয় ও ওয়েন পারনেলের মোটামুটি ব্যাটিংয়ে ৮ উইকেটে খুলনা তুলেছে ১৬৪ রান।

আগের ম্যাচের একাদশে বুধবার বদল আনে খুলনা। অ্যালেক্স হেলসের সঙ্গে ওপেনিংয়ে নামেন আফিফ হোসেন। ৩২ রানে তাদের জুটি ভাঙে। ১৭ বলে ২২ করে আউট হন হেলস। আফিফ হোসেনের সঙ্গে জুটি গড়লেও খুব বেশি রান করতে পারেননি বিজয়। ১৩ বলে ১৮ রানে বিদায় নেন বিজয়। পরের ওভারে আফিফও ফেরেন ২৯ রানে।

এরপর এভিন লুইস ও মাহমুদুল হাসান জয়ের ৫৭ রানের জুটিতে খুলনার ইনিংসে আশার আলো দেখা যায়। ২৮ রানে জয় আউট হন এরপর। ১৮তম ওভারে মইন আলি দুই বলের ব্যবধানে ফেরান লুইস ও লিউক উডকে। ওই সময় রানের গতিও কমে। লুইস আউটের আগে করেন ৩৬। পারনেল ২০ রান।

কুমিল্লার মইন আলি ও ম্যাথিউ ফোর্ড ২টি করে উইকেট পেয়েছেন। ১টি করে উইকেট পেয়েছেন আলিস ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত