Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

খুলনায় বাড়ির সামনে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

আরিফুল ইসলাম
আরিফুল ইসলাম
[publishpress_authors_box]

খুলনায় সোমবার গভীররাতে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে আরিফুল ইসলাম (৪০) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

নিহত আরিফুল ইসলাম দিঘলিয়া উপজেলার যোগী‌পোল ইউনিয়ন যুবলী‌গের যুগ্ম আহ্বায়ক। তিনি এ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্যও। স্বজনদের ধারণা, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে।

তারা জানিয়েছেন, আরিফুল রাত সাড়ে ১২টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযু‌ক্তি বিশ্ব বিদ্যালয়ের প‌কেট গে‌ট এলাকার নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় তিনজন দুর্বৃত্ত একটি মোটরসাইকে‌লে এসে প্রথ‌মে দূর থে‌কে গু‌লি করে। পরে তার মাথায় পিস্তল ঠে‌কি‌য়ে গু‌লি ক‌রে তারা। তাকে উদ্ধার করে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নিলে চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

আড়ংঘাটা থানার ওসি কামাল হো‌সেন ঘটনাস্থ‌লে প‌রিদর্শন ক‌রে‌ছেন। তিনি জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চল‌ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত