খুলনায় পুলিশ কনষ্টেবল হত্যা, পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগে দুই থানায় দুটি মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে ছয় হাজার থেকে আট হাজার দুইশ জনকে।
তবে দুটি মামলায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
খুলনার গল্লামারী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরতদের সঙ্গে শুক্রবার পুলিশের সংঘর্ষে নিহত হন পুলিশ কনষ্টেবল সুমন ঘরামী।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক জানান, পুলিশ সদস্য হত্যা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে লবণচরা থানায় মামলা করেছেন লবণচরা পুলিশের এসআই মোস্তফা সাকলাইন। এই মামলায় আসামী করা হয়েছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ জনকে। তবে এ মামলায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এছাড়া নগরীর হরিনটানা থানায় নাশকতার অভিযোগে অজ্ঞাতনামা পাঁচ থেকে সাত হাজার জনকে আসামী করে মামলা করেছে পুলিশ। হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করে বলেন, এই মামলাতেও কাউকে গ্রেপ্তার করা হয়নি।