Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাবুল, সাধারণ সম্পাদক অভিজিৎ

khulna tv reporters unity (1)
[publishpress_authors_box]

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির (কেটিআরইউ) সভাপতি পদে বাবুল আকতার ও সাধারণ সম্পাদক পদে অভিজিৎ পাল নির্বাচিত হয়েছেন। বাবুল আকতার এশিয়ান টিভির ব্যুরো প্রধান আর অভিজিৎ পাল ইনডিপেনডেন্ট টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক।

শনিবার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান উৎসব টেলিভিশনের ব্যুরো প্রধান সুনীল দাস নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

নির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি বাংলাদেশ টেলিভিশনের শিল্পাঞ্চল প্রতিনিধি মিজানুল ইসলাম, যুগ্ম সম্পাদক আনন্দ টিভির খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটন, কোষাধ্যক্ষ বাংলা টিভির খুলনা ব্যুরো প্রধান তরিকুল ইসলাম ডালিম ও নির্বাহী সদস্য এটিএন বাংলার খুলনা ব্যুরো প্রধান এস এম হাবিব, মোহনা টিভির খুলনা ব্যুরো প্রধান মুন্সি মাহবুব আলম সোহাগ, ডিবিসি টিভির খুলনা ব্যুরো প্রধান মো: আমিরুল ইসলাম ও বৈশাখী টিভির খুলনা ব্যুরো শেখ হেদায়েতুল্লাহ।

গত ২৮ জুন খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির (কেটিআরইউ) ৯টি পদে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় ৩ জুলাই। খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণ, শুনানী ও নিষ্পত্তি শেষে ৪ জুলাই চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেদিনই মনোনয়নপত্র বিলি  করে নির্বাচন কমিশন। ৫ জুলাই মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই এবং খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব হেদায়েত হেসেন মোল্লা ও নির্বাহী সদস্য কৌশিক দে বাপী। বার্ষিক নির্বাচনে খুলনায় বিভিন্ন টেলিভিশনে কর্মরত ২৯ জন ভোটার অংশ নেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত