Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

সেন্ট মার্টেনের কার্টির কীর্তিতে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

সেন্ট মার্টেনের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি করেন কার্টি। ছবি : ক্রিকইনফো
সেন্ট মার্টেনের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি করেন কার্টি। ছবি : ক্রিকইনফো
[publishpress_authors_box]

কয়েকটা দ্বীপের ক্রিকেটার নিয়েই গড়া হয় ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল। ক্যারিবিয়ান অঞ্চলে এমনই একটা দ্বীপের নাম সেন্ট মার্টেন, যার নামের সঙ্গে অনেকটা মিল আছে বাংলাদেশের সেন্ট মার্টিনের।

সেই সেন্ট মার্টেনের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন কেসি কার্টি। ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ক্যারিবিয়ানদের জেতানোর এই নায়ক এবার ২-১ ব্যবধানে ওয়ানডে সিরজ জেতালেন শাই হোপের দলকে।

তিন ম্যাচ সিরিজের শেষটিতে বুধবার ইংল্যান্ড করেছিল ৮ উইকেটে ২৬৩। কেসি কার্টি ও ব্রেন্ডন কিংয়ের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটের জয় নিশ্চিত করে ৪২ বল হাতে রেখে। সেন্ট মার্টেনের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি করেন কার্টি। তিনি অপরাজিত ছিলেন ১১৪ বলে ১৫ বাউন্ডারি ২ ছক্কায় ১২৮ রানে।

ম্যাথু ফোর্ড নেন ৩ উইকেট। ছবি : ক্রিকইনফো

ম্যাচ সেরার পুরস্কারটা অবশ্য ব্রেন্ডন কিংয়ের। তিনি খেলেন ১১৭ বলে ১৩ বাউন্ডারি ১ ছক্কায় ১০২ রানের ইনিংস। কার্টির সঙ্গে দ্বিতীয় উইকেটে কিংয়ের ২০৯ রানের জুটিই গড়ে দেয় ম্যাচের ভাগ্য।

ব্রিজটাউনে এর আগে ইংল্যান্ড চাপে পড়েছিল ২৪ রানে ৪ উইকেট হারিয়ে। ফিল সল্টের ৭৪, ডেন মুসলির ৫৭ আর স্যাম কারানের ৪০-এ শেষ পর্যন্ত ৩ করেছিল সফরকারীরা। ম্যাথু ফোর্ড নেন ৩ উইকেট।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত