ভারতের অনেক বক্সঅফিস সিনেমা পেছনে ফেলে অস্কারে যাত্রা করবে ‘লাপাতা লেডিস’।
কিরণ রাও পরিচালিত ভারতীয় এই সিনেমা ২০২৫ সালের অস্কারে অফিসিয়াল এন্ট্রি হিসেবে বেছে নেওয়া হয়েছে।
ফেব্রুয়ারির শুরুতে সিনেমাটির প্রেস স্ক্রিনিংয়ে কিরণ বলেছিলেন, ‘আমাদের প্রাথমিক স্বীকৃতি বক্স অফিসে দর্শকদের প্রতিক্রিয়া থেকে আসে।
“দর্শক ও দেশ যদি আমাদের কাজের প্রশংসা করে, সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় প্রশংসা। আর অস্কারে গেলে সেটি হবে পরম পাওয়া।”
যদিও সোমবার দুপুরে প্রেস ইন্ডিয়া অব ট্রাস্টের এক্স হ্যান্ডেলে ‘লাপাতা লেডিস’ সিনেমার অস্কারে যাওয়ার ঘোষণা আসার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
অনেকেই সাধুবাদ জানালেও, অনেকেই বলছেন, “এই সিনেমা অস্কারে পাঠানোর মতো নয়।”
অসমীয়া পরিচালক জাহ্নু বড়ুয়ার নেতৃত্বে ১৩ সদস্যের নির্বাচন কমিটি অস্কারে ভারতীয় সিনেমা হিসাবে বেছে নেয় ‘লাপাতা লেডিস’।
যদিও অস্কার মঞ্চে যাওয়ার রেসে আরও আলোচনায় ছিল ২৯টি সিনেমা; এরমধ্যে ছিল বলিউড হিট ‘অ্যানিমেল’, থেকে মালায়ালম জাতীয় পুরস্কার বিজয়ী ‘আট্টাম’।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে নাম আনছেন আরও সিনেমার।
কেউ লিখেছেন, তামিল অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মহারাজা’ বরং অস্কারে পাঠানো যেত। আবার কেউ বলছেন, অস্কারে ’টুয়েলভথ ফেল’ সিনেমা পাঠানো যেত।
আরেক এক্স ব্যবহারকারী লিখেছেন, “ভারতীয় অস্কার জুরি তাদের বোকামির পরিচয় দিয়েই চলেছে; পায়েল কাপাডিয়ার অল উই ইমাজিন অ্যাজ লাইট নির্বাচন না করে তারা পাঠাচ্ছে লাপাতা লেডিস।”
কানস ২০২৪ আসরে গ্র্যান্ড প্রিক্স জিতেছিল ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’।
অর্থ্যাৎ ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া (এফএফআই) থেকে অস্কারে ’লাপাতা লেডিস’ পাঠানোর সিদ্ধান্তে খুশি হতে পারছেন না অনেকেই।
যদিও মুক্তির পর অল্প সময়েই দর্শকের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল ‘লাপাতা লেডিস’। এরমধ্যে নিয়ে ১৪ বছর পর আবারও পরিচালনায় ফেরেন কিরণ রাও।
বউ বদলের বিড়ম্বনা নিয়ে রোমাঞ্চকর স্যাটায়ার ধারার এই সিনেমা বক্স অফিসে প্রায় ২৬ কোটি রুপি আয় করে।
‘লাপাতা লেডিস’ হলে মুক্তি পেয়েছিল গত ১ মার্চ। ২৬ এপ্রিল নেটফ্লিক্সে আসার পর সবার আলোচনায় জায়গা করে নেয় সিনেমাটি।
এতো প্রশংসা কুড়ানোর পরও কেউ এক্স হ্যান্ডেলে বলছেন, “ভালো সিনেমা হলেও মনে রাখতে হবে, এটা অস্কার; ফিল্ম ফেয়ার নয়।”
রাওয়ের কিন্ডলিং প্রোডাকশনস এবং আমির খান প্রোডাকশনের এই সিনেমা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে অংশ নেবে।
নায়ক আমির খানের ভক্তরা অবশ্য স্বাগতই জানাচ্ছেন লাপাতা লেডিস সিনেমার অস্কার যাওয়ার খবরে।
কেউ কেউ বলছেন, “লগন সিনেমার পর আমির খান আমাদের জন্য আরেকবার গৌরব বয়ে আনতে চলেছেন। ভারতের জন্য শুভেচ্ছা।”
এই বছরের মার্চ মাসে মুক্তি পাওয়া এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন নীতাংশি গোয়েল, প্রতিভা রন্তা এবং স্পর্শ শ্রীবাস্তব। লাপাতা লেডিস সিনেমায় আরও কাজ করেছেন রবি কিষাণ, ছায়া কদম এবং গীতা আগারওয়াল শর্মা।
২০০১ সালের প্রেক্ষাপটে গ্রামীণ ভারতের দুটি মেয়ের একটি হৃদয়গ্রাহী গল্প নিয়ে নির্মাণ হয়েছে ‘লাপাতা লেডিস’। এই সিনেমার আইএমডিবি রেটিং ৮.৪/১০।