এবারের বিপিএলে নিজেকে হারিয়ে খুঁজছিলেন তামিম ইকবাল। এতদিন ফিফটি ছিল না একটিও। মিরপুরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৪৯ রানের ইনিংসটি ছিল তার সেরা। সেটাও খেলেছিলেন আবার ৪৬ বলে।
বিপিএল চট্টগ্রামে ফিরতেই ছন্দ খুঁজে পেলেন তামিম। নিজের শহরে দুর্দান্ত ঢাকার বিপক্ষে খেললেন ৪৫ বলে ৭১ রানের ঝড়ো ইনিংস। ৭ বাউন্ডারি ও ৪ ছক্কায় খেলা ইনিংসটিতে তামিমের স্ট্রাইক রেট ১৫৭.৭৭। তিনি ফিফটি করেছিলেন ৩৪ বলে।
তামিমের ইনিংসে ভর করে শুরুতে ব্যাট করা ফরচুন বরিশাল পায় ৬ উইকেটে ১৮৬ রানের পুঁজি। আহমেদ শেহজাদ ২২ বলে ২৪, সৌম্য সরকার ২৩ বলে ২৮ ও মাহমুদউল্লাহ আউট হন ১০ বলে ১৩ রান করে।
উদ্বোধনী উইকেটে তামিম ও শেহজাদ নবম ওভারে গড়েছিলেন ৭৬ রানের জুটি। পরের ব্যাটাররা স্বাচ্ছন্দ্যে না খেলায় স্কোরটা ২০০ ছড়ায়নি তাদের।
শরিফুলের করা শেষ ওভারে ঝড় তুলেছিলেন সাইফউদ্দিন। প্রথম বলে ১ রান নেন শোয়েব মালিক। শেষ ৫ বলে সাইফউদ্দিন একাই করেছিলেন ২২। তাতে চার ও ছক্কা ছিল সমান দুটি করে।
ওভারটি থেকে আসে ২৩ রান, শরিফুলের ক্যারিয়ারে এটাই সবচেয়ে খরুচে ওভার। মালিক অপরাজিত ছিলেন ৯ বলে ১০ রানে।
আলাউদ্দিন বাবু ৪ ওভারে ৩০ রানে নেন ৩ উইকেট। তাসকিন আহমেদ ৩০ রানে নেন ২ উইকেট। দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ এই ম্যাচে যোগ দিয়েছেন বরিশালে। ব্যাট করার সুযোগ পাননি তিনি। প্রথম ম্যাচে বোলিংয়ে কেমন করেন সেটাই দেখার।