Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
আইপিএল ফাইনাল রবিবার

কলকাতার ৩ নাকি হায়দরাবাদের ২

jj
[publishpress_authors_box]

মিচেল স্টার্ককে ২৪.৭৫ কোটি রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদ প্যাট কামিন্সকে কিনেছে ২০.৫০ কোটি রুপিতে। আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি দুই ক্রিকেটার তারা। সেই দামি দুই ক্রিকেটার আজ (রবিবার) চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি ফাইনালে।

কলকাতা এর আগে ৩বার ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছে ২০১২ ও ২০১৪ সালে। হায়দরাবাদ ফাইনাল খেলেছে ২০১৬ ও ২০১৮ সালে। মোস্তাফিজুর রহমানের জাদুতে শিরোপা জিতেছিল ২০১৬ সালে। আজ চ্যাম্পিয়ন হলে কলকাতা জিতবে তৃতীয় আর হায়দরাবাদ দ্বিতীয় শিরোপা।

ফাইনালের আগের দিন কাল (শনিবার) রোহিত শর্মারা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রওয়ানা দিয়েছেন যুক্তরাষ্ট্রে। কারণ ১৭তম ফাইনালের দুই দলের কোন ভারতীয় ক্রিকেটার ডাক পাননি বিশ্বকাপ দলে!

কলকাতায় খেলছেন ১৫ জন ভারতীয় আর হায়দরাবাদে ১৭ জন। ৩২ খেলোয়াড়ের কেউই ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই। রিজার্ভ হিসেবে শুধু আছেন কলকাতার রিংকু সিং।

 কলকাতার ভারতীয় খেলোয়াড়েরা হচ্ছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার, নিতিশ রানা, অনুকূল রায়, রমণদীপ সিং, সাকিব হুসেইন, চেতন সাকারিয়া, ভেঙ্কটেশ আয়ার, রিংকু সিং, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, সুইয়াশ শর্মা, মনীশ পান্ডে, অঙ্গকৃষ রঘুবংশী ও শ্রীকর ভারত।

হায়দরাবাদের ভারতীয়রা হচ্ছেন উপেন্দ্র সিং, মায়াঙ্ক আগারওয়াল, রাহুল ত্রিপাঠী, জঠাবেধ সুব্রামানিয়ান, আবদুল সামাদ, অভিষেক শর্মা, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, থাঙ্গারাসু নটরাজন, মায়াঙ্ক মারকান্দে, জয়দেব উনাদকাট, আকাশ সিং, শাহবাজ আহমেদ, ওয়াশিংটন সুন্দর, নিতিশ রেড্ডি, সানভির সিং ও আনপ্রীত সিং। তাদের কারও খেলা হচ্ছে না বিশ্বকাপে।

প্যাট কামিন্স গত বছর অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে জিতেছেন টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ। এবার হায়দরাবাদের অধিনায়ক হিসেবে জিততে চান আইপিএলও। এজন্য তার মন্ত্র, ‘‘আমরা আরও বেশি আক্রমণাত্মক ক্রিকেট খেলব।’’

হায়দরাবাদের সেই আক্রমণের ঢেউ ফাইনালে সামলাতে পারবে তো শাহরুখ খানের কলকাতা?

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত