Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

স্টার্ক আগুনে পুড়ল হায়দরাবাদ, ফাইনালে কলকাতা

৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা স্টার্ক। ছবি : এক্স
৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা স্টার্ক। ছবি : এক্স
[publishpress_authors_box]

প্রায় ২৫ কোটি রুপিতে মিচেল স্টার্ককে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। নিজের দামের সঙ্গে মানটা ঠিক মেলাতে পারছিলেন এই অস্ট্রেলিয়ান পেসার। তবে জ্বলে উঠলেন আসল মঞ্চে। কোয়ালিফায়ার-১’এ স্টার্ক আগুনেই পুড়ল সানরাইজার্স হায়দরাবাদ।

প্যাট কামিন্সের দলকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছল কলকাতা নাইটরাইডার্স। হায়দরাবাদের ১৫৯ রানের চ্যালেঞ্জ ৩৮ বল হাতে রেখে পেরিয়ে যায় তারা। ৩৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন স্টার্ক। ২০২১ সালের পর এটাই প্রথম ফাইনাল তাদের।

প্রথম পাঁচ ওভারের মধ্যে ৩ উইকেট নিয়ে কেকেআরকে চালকের আসনে বসিয়ে দেন স্টার্ক। তিনি ফেরান ট্রাভিস হেড (০ রান), নিতিশ কুমার (৯) ও শাহবাজ আহমেদকে। তবে রাহুল ত্রিপাঠির ৫৫ ও হেনরিখ ক্লাসেনের ৩২ ও প্যাট কামিন্সের ৩০-এ স্কোরটা ১৫৯ রানে পৌঁছে হায়দরাবাদের।

জবাবে ভেঙ্কটেশ আইয়ার (৫১*) ও শ্রেয়াস আইয়ারের (৫৮*) দাপটে ৩৮ বল হাতে রেখে হেসে খেলে জয় পায় কলকাতা। তৃতীয় উইকেটে শ্রেয়াস ও ভেঙ্কটেশ গড়েন ৪৪ বলে অবিচ্ছিন্ন ৯৭ রানের জুটি। সুনীল নারাইন ২১ ও রহমানউল্লাহ গুরবাজ করেন ২৩ রান।

 হায়দরাবাদের অবশ্য সুযোগ আছে আরও একটা। এলিমিনেটর ম্যাচে জয়ী দলকে শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে হারাতে পারলে  ২৬ মের ফাইনালের টিকিট পাবে তারা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত