Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

রেমালের আগেই কলকাতার ধামাল, ১০ বছর পর জিতল আইপিএল

qqqqqqq
[publishpress_authors_box]

কলকাতা নাইট রাইডার্সের থিম সং ‘করব, লড়ব, জিতব রে’। সেই লড়াইটা হল কোথায়? ইতিহাসের সবচেয়ে একপেশে আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদেকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা উৎসবে মাতল শাহরুখ খানের দল।

১০ বছর পর তারা জিতল তৃতীয় শিরোপা। হায়দরাবাদের ১১৩ রানের চ্যালেঞ্জ পেরিয়ে গেল ৫৭ বল আর ৮ উইকেট হাতে রেখে। ঘূর্ণিঝড় রেমালের জন্য একটা সময় অনিশ্চিত মনে হচ্ছিল ফাইনালটা। তবে রেমাল আঘাত হানার আগেই ধামাল করল কলকাতা।

টপ অর্ডারই ভরসা সানরাইজার্স হায়দরাবাদের। তারা এবারের আইপিএলের ফাইনালে পৌঁছেছে ট্রাভিস হেড, অভিষেক শর্মা, এইডেন মারক্রামদের বিস্ফোরক ব্যাটিংয়ে। অথচ আসল মঞ্চেই ব্যর্থ সেই টপঅর্ডার।

ফাইনালে মিচেল স্টার্ক, আন্দ্রে রাসেলদের আগুনে পুড়ে হায়দরাবাদ গুটিয়ে যায় ১১৩ রানে। আইপিএল ফাইনালে এটাই সবচেয়ে কম রানের স্কোর। অভিষেক শর্মা ও রাহুল ত্রিপাঠিকে ফিরিয়েছেন মিচেল স্টার্ক। আন্দ্রে রাসেল নেন ৩ উইকেট। রহমানউল্লাহ গুরবাজের ৩২, ভেঙ্কটেশ আয়ারের ২৬ বলে ৫২-তে হেসে খেলে জয়ের বন্দরে পৌঁছায় কলকাতা। ফাইনালে সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের নজির এটাই।

এত সহজে তৃতীয় ট্রফি তারা ঘরে তুলবে এটা কি অতি বড় কেকেআর সমর্থকও ভাবতে পেরেছিলেন? আইপিএলের অন্যতম সেরা আগ্রাসী দল ফাইনালের প্রতিপক্ষ। তাদের সঙ্গে কিনা লড়াই হবে না? শেষ বল, বা অন্তত শেষ ওভার পর্যন্ত ম্যাচ গড়াবে না?

না, হল না। বিন্দুমাত্র লড়াই দেখা গেল না হায়দরাবাদের। বোলারদের দাপট এবং হায়দরাবাদ ব্যাটারদের অসহায় মানসিকতার ফায়দাই তুলল কেকেআর। এর আগে ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা। দলটির তিনটি শিরোপা জয়ের সঙ্গেই জড়িয়ে গৌতম গম্ভীর। প্রথম দুবার ছিলেন অধিনায়ক , এবার পরামর্শকের ভূমিকায় জেতালেন ট্রফি।

টুর্নামেন্ট জুড়ে বড় ইনিংসের জন্য সানরাইজার্স থেকে রানরাইজার্স হয়ে উঠা প্যাট কামিন্সের দল ফাইনালে ভুগল রান খরায়। কে বলবে এবারের আসরেই বেঙ্গালুরুর বিপক্ষে ২৮৭ আর দিল্লির বিপক্ষে ২৬৬ রান করেছিল তারা। হেড, অভিষেকরা ব্যর্থ হওয়ায় ফাইনালে অল্পতেই গুটিয়ে গেছে তারা।

চেন্নাইয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আজ (রবিবার) ফাইনালে টস জিতে বড় স্কোরের আশায় ব্যাটিং নিয়েছিলেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু প্রথম কোয়ালিফায়ারের মতো ফাইনালেও আগুন ঝড়ানো বল করলেন প্রায় ২৫ কোটি রুপিতে কেনা মিচেল স্টার্ক।

 

অভিষেক শর্মাকে (২ রান) বোল্ড করার পর রাহুল ত্রিপাঠিকে (৯) ফেরান রমনদীপের ক্যাচ বানিয়ে। প্রথম কোয়ালিফায়ারে ৩ উইকেট নেওয়া স্টার্ক আসল মঞ্চে জ্বলে উঠলেন আরও একবার।

এর আগে ইনিংসের প্রথম ওভারেই ০ রানে ট্রাভিস হেডকে আউট করেছিলেন ভৈরব গোপাল অরোরা। ভয়ংকর এইডেন মারক্রাম ২০ ও হেনরিখ ক্লাসেন ফেরেন ১৬ রান করে। অধিনায়ক প্যাট কামিন্স করেন সবচেয়ে বেশি ২৪ রান। রাসেল ফেরান তাকে।

রাসেল ১৯ রানে ৩টি আর স্টার্ক নেন ১৪ রানে ২ উইকেট।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত