Beta
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে কৃষ্ণকলির গান

KisnokoliBG20160325175800
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে ইউটিউবে মিউজিক ভিডিও প্রকাশ করেছে সংগীত শিল্পী কাজী কৃষ্ণকলি ইসলাম। ‘ভালোবাসি ভালোবাসি’ শিরোনামের এই গানটির মিউজিক ভিডিওতে আন্দোলনরত শিক্ষার্থী- জনতার বিভিন্ন ভিডিওচিত্র ব্যবহার করা হয়েছে। ২ সেপ্টেম্বর গানটি প্রকাশিত হয়।

ইউটিউবে প্রকাশিত মিউজিক ভিডিওর বিবরণীতে লেখা হয়েছে, “২০২৪ এর এই অভ্যুত্থান, ছাত্র জনতার অনেক রক্তের বিনিময়ে পাওয়া। অনেক বছরের দমবন্ধ গুমোট হাওয়া বদলের আশায় এত প্রাণ বিসর্জন। সম্মানের, ভালোবাসাময় এক দেশ, এক পৃথিবী দেখার আশা আমাদের সাধারণ জনমনে। এই গান সেই স্বপ্ন ধারণ করেন যাঁরা তাঁদের প্রতি, সকল কালের স্বপ্নদর্শী সকল শহীদের প্রতি।”

কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির গীতিকার, সুরকার ও কম্পোজার কৃষ্ণকলি নিজেই। গানটির লিড গিটারিস্ট হিসেবে কাজ করেছেন আহনাফ খান অনিক এবং রিদম গিটারিস্ট হিসেবে কাজ করেছেন অর্ক সুমন। বেইজ গিটারিস্ট এবং একাধারে মিক্স ও মাস্টারে কাজ করেছেন রোকম ইমন।

“ভালোবাসি ভালোবাসি” গানের সংগীতায়োজন করেছে “গানের দল ও কৃষ্ণকলি”।       

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত