কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পূর্ব বিরোধের জেরে আওয়ামী লীগ কর্মীদের হামলায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা মইনুল ইসলাম (৪০) মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার মরিচা ইউনিয়নের বালিরদিয়াড় পশ্চিমপাড়া গ্রামের কাজী প্রামাণিকের ছেলে মইনুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন।
পূর্ব বিরোধের জেরে গত ৮ আগস্ট রাত ৯টার দিকে পশ্চিমপাড়া গ্রামে স্থানীয় আওয়ামী লীগ কর্মী আলম মোল্লার (ঘোষ পক্ষের) লোকজনের সঙ্গে মইনুলের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে ঘোষ পক্ষের লোকজন ধারাল অস্ত্র দিয়ে মইনুলকে কুপিয়ে গুরুতর জখম করে। তার একটি হাত কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। মইনুলকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি ১২ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে মারা যান তিনি।
দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, হামলার পরপরই থানায় মামলা হয়। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মইনুলের মরদেহ ঢাকায় ময়নাতদন্ত শেষে দৌলতপুরে আনা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতয়েন রয়েছে।