Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

কুষ্টিয়ায় কারারক্ষীদের মেরে, তালা ভেঙে পালিয়েছে ‘কয়েকজন’

Kushtia Jail 2
Picture of আঞ্চলিক প্রতিবেদক, কুষ্টিয়া

আঞ্চলিক প্রতিবেদক, কুষ্টিয়া

কুষ্টিয়া জেলা কারাগার থেকে কয়েকজন বন্দি পালিয়ে গেছে। বুধবার দুপুরে কারারক্ষীদের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় ১০-১১ জন কারারক্ষী আহত হয়েছেন।

ঠিক কতজন বন্দি পালিয়েছে- এ প্রতিবেদন লেখা পর্যন্ত তা জানাতে পারেনি জেলা কারাগার কর্তৃপক্ষ।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা জানিয়েছেন, ১২-১৩ জন বন্দি পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। বন্দিদের পালানো ঠেকাতে কারারক্ষীরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায়। খবর পেয়ে সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার আব্দুল বারেক জানান, তিনি দুপুর দেড়টার দিকে জোহরের নামাজ পড়তে জেলখানা কমপ্লেক্স মসজিদে যান। পৌনে ২টার দিকে নামাজ শেষে তিনি জেলখানার জরুরি সাইরেন শুনতে পান। এরপর দ্রুত কারা ফটকে গিয়ে জানতে পারেন- কারারক্ষীদের ওপর হামলা করে কিছু বন্দি জেল থেকে পালিয়ে গেছে।

কারারক্ষীরা জানান, রান্নাঘর থেকে চেলাকাঠ নিয়ে কারাগারের প্রধান ফটকের আগের ফটকটি ভেঙে বেরিয়ে আসে দেড় শতাধিক বন্দি। এ সময় কারারক্ষীরা বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালায় তারা। এরপর প্রধান ফটকের কারারক্ষীকে মারপিট করে তার কাছ থেকে চাবি ছিনিয়ে নিয়ে তালা খুলে একে একে বেরিয়ে যেতে শুরু করে।

এ সময় জেলখানার বাইরে থাকা কারারক্ষীরা ফাঁকা গুলি ছুড়ে তাদের আটকানোর চেষ্টা করে। তবে তার আগেই বেশ কয়েকজন বন্দি পালিয়ে যায়। এ ঘটনায় ১০-১১ জন কারারক্ষী আহত হয়েছেন।

কুষ্টিয়া জেলা কারাগারের কারারক্ষীদের সার্জেন্ট আক্তার হামিদ জানিয়েছেন, তিনি ৩৫-৪০ জন বন্দিকে পালিয়ে যেতে দেখেছেন।

জেল সুপার আব্দুল বারেক জানান, ঠিক কতজন বন্দি জেল থেকে পালিয়েছে- তা তাৎক্ষণিকভাবে তাদের পক্ষে বলা সম্ভব নয়। পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে কোনও জঙ্গি বা বড় মাপের সন্ত্রাসী আছে কিনা- তাও তখন জানাতে পারেননি তিনি।

জেল সুপার বলেন, বন্দিদের তালিকা মিলিয়ে দেখা হচ্ছে। তালিকা মেলানোর পর জানা যাবে কতজন বন্দি পালিয়েছে। তাদের পরিচয়ও জানা যাবে।

জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা জানান, কারাবন্দিদের পালিয়ে যাওয়ার খবর শোনামাত্র তিনি কুষ্টিয়ায় দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যদের বিষয়টি জানান। এরপর সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।

জেলা প্রশাসক বলেন, ১২-১৩ জন বন্দি পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে তাদের কাছে খবর রয়েছে। বন্দিদের তালিকা মেলানোর পর সঠিক তথ্য জানা যাবে।

কুষ্টিয়ায় দায়িত্বরত সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মাহবুব জানান, বন্দি পালানোর খবর পেয়ে তারা কারাগারে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে সেখানকার পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত