Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
[publishpress_authors_box]

কুষ্টিয়ার দৌলতপুরে সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মুত্যৃ হয়েছে।

শনিবার সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- উপজেলার বাগোয়ান গ্রামের ইয়ার আলীর ছেলে রাজন এবং একই গ্রামের হারুন আলীর ছেলে লিটন। এ ঘটনায় মিজান নামে এক যুবক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাগোয়ানর গ্রামের মোশারফ হোসেনের বাড়িতে কয়েকমাস আগে একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে পড়ে থাকার পর শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নির্মাণ শ্রমিক লিটন ট্যাংকের মধ্যে প্রবেশ করে সাটারিং এর কাঠ-বাঁশ খুলতে যায়। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর তিনি উপরে উঠে না এলে স্থানীয় যুবক মিজান ট্যাংকে ঢোকার চেষ্টা চালান। কিন্তু শ্বাসকষ্ট অনুভব করলে দ্রুত বেরিয়ে আসেন। পরে নির্মাণ শ্রমিক রাজন ওই টাংকে নামেন। তিনিও আর ওপরে উঠে আসেননি।

পরে এলাকাবাসী টাংকের এক পাশ ভেঙে দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা বলেন, দীর্ঘদিন ট্যাংকের মুখ বন্ধ থাকায় সেখানে অক্সিজেন ছিল না। ট্যাংকের মুখ খুলেই ভেতরে ঢোকায় অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে।

একই কথা জানিয়ে দৌলতপুর থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খাস মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার কবীর মিন্টু ঘটনাটিকে ‘খুবই দুঃখজনক’ মন্তব্য করে বলেন, সেপটিক ট্যাংকে ঢোকার আগে আরও সাবধানতা অবলম্বন করার দরকার ছিল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত