Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

কুষ্টিয়ায় বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনকারীদের মিছিল

SS-Kushtia michil-8-3-24
[publishpress_authors_box]

বৃষ্টি উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে কুষ্টিয়ায়।

শনিবার বেলা বারোটার দিকে শহরের সাদ্দাম বাজার মোড় থেকে মিছিলটি বের হয়। এরপর মিছিলটি চৌড়হাস মোড়ে গিয়ে আবার মজমপুর গেটে এসে শেষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে নেতৃত্বে দেখা যায়। এছাড়া স্থানীয় বিএনপি জামায়াতের অনেক নেতাকর্মী মিছিলে ছিলেন।

মিছিলে শিক্ষার্থী ছাড়াও অনেক নারী পুরুষকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এছাড়া মজমপুর বাস ডিপো অতিক্রম করার সময় আন্দোলনকারীদের মধ্য থেকে একজন পুলিশের দিকে পানির বোতল ছুঁড়ে মারে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখলেই মিছিলের ভেতর থেকে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে দেখা যায়। মিছিল চলাকালে সতর্ক পাহারায় ছিল বিজিবি র‍্যাব ও পুলিশ সদস্য। তবে মিছিল ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত