Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

হলান্ড-ওইয়ারসাবালের হ্যাটট্রিক, উজ্জ্বল এমবাপ্পেও

এক গোল ও দুই অ্যাসিস্ট করেছেন ফ্রান্সের অধিনায়ক এমবাপ্পে। ছবি : এক্স
এক গোল ও দুই অ্যাসিস্ট করেছেন ফ্রান্সের অধিনায়ক এমবাপ্পে। ছবি : এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

ইউরোর প্রস্তুতিতে বড় জয় পেয়েছে স্পেন। মিকেল ওইয়ারসাবালের হ্যাটট্রিকে অ্যান্ডোরাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। ফ্রান্স ৩-০ গোলে হারিয়েছে লুক্সেমবার্গকে। একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন রিয়াল মাদ্রিদে নাম লেখানো কিলিয়ান এমবাপ্পে।

আর্লিং হলান্ডের হ্যাটট্রিকে নরওয়ে ৩-০ গোলে হারিয়েছে কসোভোকে। এছাড়া বেলজিয়াম ২-০ গোলে হারিয়েছে মন্টেনেগ্রোকে। জাতীয় দলের হয়ে শততম ম্যাচে গোল করেছেন কেভিন ডি ব্রুইনা।

অ্যান্ডোরার বিপক্ষে প্রায় ৮৪ শতাংশ বলের দখল নিয়ে খেলে স্পেন জিতে ৫-০ গোলে। বদলি হয়ে নামা মিকেল ওইয়ারসাবাল হ্যাটট্রিক করেন ৫৩, ৬৬ ও ৭৩ মিনিটের গোলে।

রাজধানী অসলোয় প্রীতি ম্যাচে কসোভোকে ৩-০ গোলে হারানো ম্যাচে হলান্ড হ্যাটট্রিক করেন ১৫, ৭০ ও ৭৫ মিনিটের গোলে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ২২টি হ্যাটট্রিক করে ফেললেন ২৩ বছরের হলান্ড। দেশের হয়ে হ্যাটট্রিক তিনটি।

লুক্সেমবার্গকে ৩-০ গোলে হারানো ম্যাচে ৪৩ মিনিটে ফ্রান্সের হয়ে প্রথম গোল কোলো মুয়ানির। ৭০ মিনিটে ইয়োনাথাঁ ক্লস ও ৮৫ মিনিটে অপর গোলটি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের। ফ্রান্সের অপর দুই গোলের অ্যাসিস্ট ছিল এমবাপ্পের।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত