Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

ধর্ষণ কাণ্ডে বিস্মিত এমবাপ্পে, জিততে চান ব্যালন ডি’অর

m3
[publishpress_authors_box]

এ বছরের অক্টোবরে ছুটিতে সুইডেনের রাজধানী স্টকহোমে গিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। সেখানেই তার বিরুদ্ধে উঠে ধর্ষণের বিস্ফোরক অভিযোগ। সুইডেনের দুটি সংবাদমাধ্যম ‘আফতোব্লাদেত’ ও ‘এক্সপ্রেসেন’ জানিয়েছিল, এমবাপ্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের তদন্ত শুরুর কথা।

‘ক্যানাল প্লাস’-এ দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুললেন এমবাপ্পে। জানালেন অভিযোগটা শোনার পর নিজের বিস্ময়ের কথা, ‘‘আমি বিস্মিত হয়েছিলাম। সবসময়ই বিস্ময় কাজ করছিল (অভিযোগটা নিয়ে)। কিছুই পাইনি আমি (আদালত থেকে), কোনোও নোটিশও না। সবাই পত্রিকায় যা পড়েছেন, আমিও সেটা পড়েছি। সুইডিশ সরকার কিছু বলেনি এ নিয়ে। মোটেও জড়িত না আমি, এটা শুধু ভুল বোঝাবুঝি।’’

অক্টোবরে ছুটিতে সুইডেনের রাজধানী স্টকহোমে গিয়েছিলেন এমবাপ্পে।

রিয়ালে আসার পর ফ্রান্সের টেলিভিশন দেখেন না বলে জানিয়েছেন এমবাপ্পে। এর বদলে মানিয়ে নিচ্ছেন স্পেনের নতুন সংস্কৃতির সঙ্গে। কথা বলেছেন ফ্রান্সের রাজনীতি নিয়ে। আর জাতীয় দল নিয়ে জানালেন নিজের নিবেদনের কথা। ২০১৮ বিশ্বকাপ জয়ের এই নায়ক এখন ফ্রান্সের অধিনায়ক। তারপরও দলে জায়গা হারানো নিয়ে বললেন, ‘‘জাতীয় দলের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। ফ্রান্স দলের ওপর আমার ভালোবাসা কখনও কমবে না। এর মধ্যে অবশ্য অনেক কিছু ঘটেছে।’’

কোচ দিদিয়ের দেশম বলেছিলেন শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছেন এমবাপ্পে। এ নিয়েও অভিযোগ নেই এমবাপ্পের, ‘‘ গত সেপ্টেম্বরে কোচের সঙ্গে কথা হয়েছিল। আমাকে দলে না রাখার জন্য বলেছিলাম কারণ আমি নতুন একটা দেশে এসেছি। অক্টোবরে ইনজুরিতে পড়লাম। আর নভেম্বর নিয়ে কিছু বলার নেই, এটা কোচের সিদ্ধান্ত (তাকে দলে না রাখা)। তার সিদ্ধান্তকে শ্রদ্ধা করি, কারণ তিনি বস।’’

বিশ্বকাপ জিতেছেন এমবাপ্পে। এবার তার লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ ও ব্যালন ডি’অর, ‘‘কোন ট্রফিটা জিততে চাই? অবশ্যই চ্যাম্পিয়নস লিগ, এজন্য আমি এসেছি বিশ্বের সেরা ক্লাবে। ইউরো আছে, কোনো একদিন হয়তো অলিম্পিকেও খেলব। ব্যালন ডি’অর জিততে হলে কি করতে হবে জানি আমি। মাঠ ও মাঠের বাইরে অনেক কিছু করতে হয়। যখন আমি এটা জেতার জন্য যা যা করতে হবে তা করব, আমি জিতব এটা।’’

পিএসজির প্রতি ভালোবাসা আগের মতো থাকলেও এমবাপ্পে চান তাদের আগে চ্যাম্পিয়নস লিগ জিততে, ‘‘ আমার চাওয়া আপাতত তারা (পিএসজি) যেন চ্যাম্পিয়নস লিগ না জেতে। কারণ, আমি নিজে সেটা জিততে চাই। আশা করি, তারা ভবিষ্যতে জিতবে। এজন্য ওরা অনেক ভুগেছে তবে এখন না জিতুক। আমাকে এটা জিততে হবে আগে।’’

গত বিশ্বকাপ ফাইনাল শেষে মেসির সঙ্গে সম্পর্ক নিয়ে এমবাপ্পে বললেন, ‘‘আমি সত্যিই অনেক ক্ষুব্ধ ছিলাম, তবে মেসির প্রতি আমার সম্মান অটুট ছিল। মানুষটা মেসি। তাকে সম্মান জানাতেই হবে। আমার ধারণা, সেই ফাইনাল আমাদের আরো কাছাকাছি এনেছে। আমরা একটি স্মৃতি তৈরি করেছিলাম, যা সব সময় মনে থাকবে।‘’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত