Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

নিজের আবেগ জড়ানো ক্লাব কিনছেন এমবাপ্পে

333
[publishpress_authors_box]

২০১৩ সালে কিলয়ান এমবাপ্পে যোগ দিয়েছিলেন মোনাকোর একাডেমিতে। এর এক বছর আগে তার যাওয়ার কথা ছিল কায়েনে। এমবাপ্পের পরিবারেরও এমন চাওয়া ছিল। কিন্তু তখন বয়স ১৩ বছর হওয়ায় ফ্রান্সের আইনের মারপ্যাঁচে যাওয়া হয়নি।

পরের বছর ফ্রেঞ্চ লিগ ওয়ান থেকে  দ্বিতীয় স্তরে নেমে যাওয়ায় আর কায়েনে যোগ দেওয়া হয়নি এমবাপ্পের। নিজের আবেগ জড়ানো সেই ক্লাবই এবার কিনছেন এমবাপ্পে। ফরাসি সংবাদ মাধ্যম ‘লা পারিসিয়ান’ জানিয়েছে, কায়েনকে কিনতে ২০ মিলিয়ন ইউরো খরচ করবেন এমবাপ্পে।

তাতে ক্লাবটির ৮০ শতাংশের বেশি শেয়ারের মালিক হবেন রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এই তারকা। বর্তমানে ক্লাবটির সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওয়াকট্রির। আনুষ্ঠানিকতা শেষ হলে ২৫ বছর বয়সেই অন্যতম তরুণ ক্লাব মালিক হবেন এমবাপ্পে। ১৯১৩ সালে প্রতিষ্ঠিত  ক্লাব কায়েনের ঐতিহ্য আছে তরুণদের গড়ে তোলার।  এনগোলো কান্তের মতো তারকাও ২০১৩ সালে এই ক্লাবে যোগ দিয়ে দুই মৌসুমে খেলেছেন ৭৫ ম্যাচ।

গত মৌসুমে দ্বিতীয় স্তরের লিগে ৬ নম্বরে থেকে শেষ করেছিল কায়েন। সেখান থেকে উত্তরণই লক্ষ্য হবে নতুন মালিক এমবাপ্পের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত