রিয়াল মাদ্রিদে কত নম্বর জার্সি পরে খেলবেন কিলিয়ান এমবাপ্পে? জাতীয় দল ফ্রান্স ও সাবেক ক্লাব প্যারিস সেন্ত জার্মেইয়ে ৭ নম্বর জার্সি গায়ে খেলেছেন তিনি। কিন্তু রিয়ালে এই নম্বরের জার্সি পরে খেলেন ভিনিসিয়ুস জুনিয়র। তাহলে কি ব্রাজিলিয়ান তারকাকে ৭ নম্বর ছাড়তে হবে?
এমবাপ্পে রিয়ালে যোগ দেওয়ার পর দর্শক-সমর্থকদের জার্সি নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল। না, ভিনিসিয়ুসকে তার জার্সি ছাড়তে হচ্ছে না। মঙ্গলবার (১৬ জুলাই) এমবাপ্পেকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে রিয়াল। পরিচয় পর্বে এমবাপ্পেকে দেখা গিয়েছে ৯ নম্বর জার্সি গায়ে। এর আগেই অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াল নিশ্চিত করেছিল এমবাপ্পের জার্সি নম্বর।
😄👉🛡️#WelcomeMbappé pic.twitter.com/PrlQf0ggwE
— Real Madrid C.F. (@realmadrid) July 16, 2024
রিয়াল মাদ্রিদের এই জার্সি নম্বর এক জায়গায় মিলিয়ে দিল ক্রিস্তিয়ানো রোনালদো ও এমবাপ্পেকে। ফরাসি ফরোয়ার্ড রোনালদোর অন্ধভক্ত। রিয়ালে যোগ দেওয়ার অন্যতম একটি কারণ পর্তুগিজ যুবরাজ। রোনালদোর মতোই মাদ্রিদের ক্লাবে ছাপ রাখতে চান বিশ্বকাপ জয়ী তারকা। ক্লাবটির জার্সি নম্বরেও এমবাপ্পে হাঁটলেন তার আইডলের পথে।
রিয়ালের ৭ নম্বর জার্সি গায়ে গোলের পর গোল, রেকর্ডের পর রেকর্ড গড়েছেন রোনালদো। এই জার্সির মর্যাদা অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন তিনি। তবে ২০০৯ সালে রেকর্ড ট্রান্সফারে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যখন বার্নাব্যুতে যোগ দিয়েছিলেন, সেই সময় তার জার্সি নম্বর ছিল ‘৯’। বার্নাব্যুতে তাকে রিয়ালের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল ৯ নম্বর জার্সিতে।
২৫ বছর পর এমবাপ্পেকেও রিয়ালের খেলোয়াড় হিসেবে সামনে আনা হলো ওই ৯ নম্বর জার্সিতে। দুজনের শুরুর জার্সি একই। এখন এমবাপ্পে রোনালদোর মতো কীর্তি গড়তে পারবেন কিনা, সেটাই দেখার।