Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

এমবাপ্পেহীন অধ্যায়ে আলোকিত পিএসজি

gy
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

সেই ২০১৭-১৮ মৌসুম থেকে পিএসজির মধ্যমণি হয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। এতদিন পর নিজের প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন তিনি। এমবাপ্পেকে ছাড়া অধ্যায়টা পিএসজি শুরু করল বড় জয়ে। কাল ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিজেদের প্রথম ম্যাচে তারা ৪-১ গোলে বিধ্বস্ত করেছে লে হাভরে এসিকে।

তৃতীয় মিনিটে পিএসজিকে এগিয়ে নিয়েছিলেন দক্ষিণ কোরিয়ান ২৩ বছর বয়সী ফরোয়ার্ড লি কেং-ইন। বিরতির তিন মিনিট পর সমতা ফেরান গতিয়র লরিস। ম্যাচের শেষ ৫ মিনিটে ঝড় তুলে তিন গোল আদায় করে নেয় তারুণ্যের শক্তিতে ঝলমলে পিএসজি।

৮৫ মিনিটে ওসমান দেম্বেলে, ৮৬ মিনিটে ব্রেডলি বারকোলা আর ৯০তম মিনিটে পেনাল্টি থেকে অপর গোলটি করেন কোলো মুয়ানি। লেফট উইংয়ে যেমন দারুণ ছিলেন ১৬ বছরের ইব্রাহিম মেবি তেমনি দুই অ্যাসিস্ট করে নিজেকে চিনিয়েছেন ১৯ বছরের আরেক তরুণ হোয়াও নেভেস।

তারপরও ২০তম মিনিটে চোট পেয়ে গনসালো রামোসের মাঠ ছাড়াটা দুশ্চিন্তার কারণ পিএসজির। তার ইনজুরি নিয়ে কোচ লুইস এনরিকে জানালেন, ‘‘আমি ডাক্তার নই, তবু মনে হচ্ছি চোটটা গুরুতর কিছু।’’

এদিকে লা লিগায় সেভিয়া ২-২ গোলে ড্র করেছে লাস পালমাসের সঙ্গে। অপর ম্যাচে আলাভেসকে ২-১ গোলে হারিয়েছে সেল্তা ভিগো।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত